‘লক্ষ্য সোনার বাংলা’, রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স রাখছে বিজেপি

Feb 25, 2021 | 5:31 PM

বাংলার ২ কোটি মানুষের পরামর্শ নিতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে পৌঁছবে 'লক্ষ্য সোনার বাংলা' (Lakhya Sonar Bangla) লেখা বর্ণাঢ্য ট্যাবলো।

লক্ষ্য সোনার বাংলা, রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স রাখছে বিজেপি

Follow Us

কলকাতা: পথ চলা শুরু হল বিজেপির ‘লক্ষ্য সোনার বাংলা’র (Lakhya Sonar Bangla)। অভিনব এই অডিয়ো-ভিজুয়াল ইস্তেহারের উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। লক্ষ্মীবারে হেস্টিংসে বিজেপির দলীয় নির্বাচনী কার্যালয় থেকে এই ইস্তেহারের উদ্বোধন করেন নাড্ডা। ইস্তেহারটি প্রকাশ করে জেপি নাড্ডা বলেন, “আমরা বাংলার ভাগ্য বদলে দেব। তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের রাজত্বকে সমূলে বিনষ্ট করব আমরা।”

সেই লক্ষ্যেই আগামী ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ঘুরবে ‘লক্ষ্য সোনার বাংলা’ লেখা ট্যাবলো। বাংলার ২ কোটি মানুষের পরামর্শ নিতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে পৌঁছবে তারা। কোন পথে বিজেপি এ রাজ্যকে সোনার বাংলা করতে চায়, তার বিস্তারিত থাকবে সেখানে। পাশাপাশি রাজ্যজুড়ে থাকবে ৩০ হাজার সাজেশন বক্স। সেখানে নিজেদের পরামর্শ দিতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল

ইস্তেহারের উদ্বোধন করে জেপি নাড্ডার প্রতিক্রিয়া, মনীষীদের দর্শনকে পাথেয় করেই তৈরি হবে সোনার বাংলা। বাংলার গৌরবময় ইতিহাস ফেরানোই যার প্রধান লক্ষ্য হবে। নাড্ডার কথায়, “আমরা সিন্ডিকেটরাজ রুখব। কাটমানি সংস্কৃতিকে শেষ করব। সপ্তম পে কমিশন, পিএম কিষাণ নিধি সম্মান, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বাংলার মানুষ।” ক্ষমতায় এলে কৃষকদের অ্যাকাউন্টে এককালীন ১৪ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও শোনা যায় দলের সর্বভারতীয় সভাপতির মুখে।

একইসঙ্গে নাড্ডা এদিন একযোগে আমফান, ডেঙ্গুর রিপোর্ট, করোনা আবহে রাজ্যে কেন্দ্রীয় দলের আগমন নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “আমফানের টাকার অডিট করতে মমতাজীর এত আপত্তি কেন? কেন্দ্র যা পাঠিয়েছিল তা তো তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে পৌঁছেছে। ডেঙ্গুতে এ রাজ্যে মানুষের প্রাণহানি হয়। অথচ তা নিয়ে কেন্দ্রের রিপোর্ট চাওয়া হলে মমতাদিদি ডাক্তারদের হুমকি দিতেন যেন রিপোর্ট দিল্লি না যায়। আমরা এখানে টিম পাঠাতে চাই, অথচ উনি কাজ করতে দেন না। করোনার ক্ষেত্রেও তাই হয়েছে।”

এদিন ইস্তেহার উদ্বোধন করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “গোটা দেশে এখন ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে। দেশের ৮ কোটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে। এ রাজ্যও তার সুবিধা পেয়েছে।” নাড্ডার আশ্বাস, ভোটে জিতে বাংলায় ক্ষমতায় এলে এ রাজ্যকে ঢেলে সাজাবে বিজেপি। ফিরে আসবে বাংলার সেই প্রবাদও, ‘আজ যা বাংলা ভাবে, কাল তা গোটা ভারত ভাবে’।

Next Article