বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল
টলিপাড়ার (Tollywood) সদস্যদের রাজনীতিতে যোগদানের হিড়িক চলছে। শাসকদল হোক বা বিজেপি, একের পর এক তারকাকে দেখা যাচ্ছে সক্রিয় রাজনীতির ময়দানে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পায়েল গত কয়েক বছর ধরে টলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ। ইদানিং তাঁকে সিনেমায় খুব একটা বেশি না দেখা গেলেও ওয়েব প্ল্যাটফর্মে কাজ করছেন চুটিয়ে। তবে রাজনীতির অলিন্দে তাঁর এই প্রবেশ সত্যিই চমকে দিয়েছে সকলকে। কারণ, তাঁকে কোনওদিনই সেভাবে রাজনৈতিক পরিসরে দেখা যায়নি। পায়েল যে রাজনীতিতে যোগ দিতে চলেছেন, তেমন কোনও জল্পনাও ছিল না।
বৃহস্পতিবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হঠাৎই সকলকে তাক লাগিয়ে দিয়ে পায়েল সরকারের নাম ঘোষণা করেন শমীক ভট্টাচার্য। এরপরই দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন টলিপাড়ার এই অভিনেত্রী। মঞ্চে তখন বসে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
গত কয়েকদিন ধরে টলিপাড়ায় নানা রঙের খেলা চলছে। কেউ পছন্দের রং হিসাবে বেছে নিচ্ছে গেরুয়া, কারও আবার হাতে সবুজের সমারোহ। বুধবার হুগলির সাহাগঞ্জে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেই সভায় সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, মানালি দে, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়ের মতো বাংলা চলচ্চিত্র জগতের তারকারা তৃণমূলে যোগদান করেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি অভিনেতা যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারীরা যোগ দেন বিজেপিতে। বিজেপি যখন এ রাজ্যে ডালপালা মেলতে শুরু করেছে তখনই পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্যরা। ভোটের দিন যত এগোবে, বাংলার তারকাদের সক্রিয় রাজনীতিতে প্রবেশের তালিকাটা আরও দীর্ঘ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।