বিজেপির প্রচারে নয়া চমক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে এল দিলীপ ঘোষের স্টিকার!

সৈকত দাস |

Feb 20, 2021 | 11:25 PM

"TMC-র একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট!," "তোলাবাজি বন্ধ হবে, এসো বন্ধু খেলা হবে!" দিলীপের চোখা চোখা মন্তব্য দিয়ে স্টিকার আনল বিজেপি

বিজেপির প্রচারে নয়া চমক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে এল দিলীপ ঘোষের স্টিকার!
ছবি: ফেসবুক

Follow Us

কলকাতা: একুশের ভোটে (West Bengal Assembly election 2021) যুযুধান দুই শিবির তৃণমূল ও বিজেপি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা ৷ বিজেপির রথযাত্রা কর্মসূচির পাল্টা ‘দিদির দূত’ নিয়ে হাজির হয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়াতেও দুই পক্ষই নিত্যনতুন প্রচার পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। এই প্রেক্ষিতে নয়া চমক নিয়ে হাজির হল পদ্ম শিবির। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখ ব্যবহার করে তাঁরই বিভিন্ন সভায় বলা চোখা চোখা সংলাপ হোয়াটসঅ্যাপ স্টিকার বানিয়েছে বিজেপি-র আইটি সেল।

সেই স্টিকারগুলির কোনওটিতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের করা মন্তব্য ‘ততটাই মারুন যতটা সইতে পারবেন’, কোনওটিতে লেখা ‘তোলাবাজি বন্ধ হবে, এসো বন্ধু খেলা হবে’। নির্বাচনী আবহে প্রতিটি স্টিকারই যে রাজ্যের শাসক দলকে উদ্দেশ্য করে তা বলাই বাহুল্য। জনসভা, মিটিং-মিছিল তো রয়েছেই, এবার সোশ্যাল মিডিয়াতেও প্রচারে চমক আনতে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের জন্য এই স্টিকার আনল বিজেপি।

শনিবার থেকেই হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত স্টিকার ছড়িয়ে দেওয়া হয়েছে। কোনও স্টিকারে চ্যালেঞ্জের সুরে বলা হয়েছে, “তোলাবাজি বন্ধ হবে, এসো বন্ধু খেলা হবে!” কোনও স্টিকার আবার বলছে, “TMC-র একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট!” তারপর আবার আসন্ন বিধানসভা ভোটে বাংলা জয়ের ব্যাপারে তারা যে আত্মবিশ্বাসী তা বুঝিয়ে দিতে কোনও স্টিকারে ফুটে উঠেছে, ‘এই মাটিতেই হিসাব হবে, গেরুয়া আবিরে খেলা হবে।’ কোনও স্টিকারে আবার দিলীপের মুখে কটাক্ষের সুর জুড়ে লেখা, ‘ও তাই নাকি?’

আরও পড়ুন: ‘সদর্থক’ আলোচনা সত্ত্বেও জোটের বৃত্ত অধরাই, ফের আলোচনা চান সিদ্দিকিরা

বাংলায় বিজেপি ২০০ আসন জিতবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী। আপাতত উত্তরবঙ্গের ৪০টি আসন এবং দক্ষিণবঙ্গের ৭০টি আসনকে মূল টার্গেট করেছেন বিজেপির শীর্ষ নেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সমীক্ষায় পাওয়া রিপোর্ট বিশ্লেষণ করার পরেই এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা।  বিশেষ ভাবে চিহ্ণিত এই ১১০টি আসনে প্রচার চালাবেন ২২ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ১০২ জন দলীয় সাংসদ। তাঁদের সঙ্গে প্রচারে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এসবের মধ্যে নেটিজেনদের চোখ টানতে সোশ্যাল মিডিয়াতেও অভিনব সব প্রচার কৌশল নিয়েছে বিজেপি। তারই অংশ হিসেবে এবার দিলীপ ঘোষের ছবি ও মন্তব্য দিয়ে স্টিকার আনল গেরুয়া শিবির।

Next Article