Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সদর্থক’ আলোচনা সত্ত্বেও জোটের বৃত্ত অধরাই, ফের বসতে চান সিদ্দিকিরা

শনিবার বৈদ্যাবাটিতে ঘণ্টা দেড়েকের বৈঠকের পরও আসন সমঝোতা নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি সিপিএম (CPIM)-কংগ্রেস (Congress) ও আব্বাসের ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (Indian Secular Front-ISF)

'সদর্থক' আলোচনা সত্ত্বেও জোটের বৃত্ত অধরাই, ফের বসতে চান সিদ্দিকিরা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 21, 2021 | 1:57 AM

হুগলি: কয়েক দফা আলোচনার পরও অধরা জোটের রফাসূত্র। শনিবার বৈদ্যাবাটিতে ঘণ্টা দেড়েকের বৈঠকের পরও আসন সমঝোতা নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি সিপিএম (CPIM)-কংগ্রেস (Congress) ও আব্বাসের ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (Indian Secular Front-ISF)। বৈঠক শেষে তিন দলেরই বক্তব্য, জোটের বৃত্ত সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে কতটা সময় লাগবে বা লাগতে পারে তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।

সূত্রের খবর, আজকের বৈঠকে দক্ষিণবঙ্গের আসন নিয়ে কিছুটা আলোচনা হয়েছে তিন দলের। কিন্তু উত্তরবঙ্গ নিয়ে এখনও আলোচনা হয়নি। ফলে জোটের জট যেন কেটেও কাটল না। বৈঠকে মহম্মদ সেলিম, আব্দুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে আইএসএফ-র পক্ষ থেকে ছিলেন নউসাদ সিদ্দিকি।

কিন্তু, তিন দলের এতবার বৈঠকেও রফা সূত্র পাওয়া গেল না কেন? প্রাক্তন সাংসদ সেলিমের কথায়, ২৯৪ টা আসন নিয়ে আলোচনা। তাই সময় লাগবে। আরও কয়েকবার আলোচনা হতে পারে। দক্ষিণবঙ্গের আসনগুলো নিয়ে আলোচনা মিটেছে। জোট নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। প্রদীপ ভট্টাচার্য বলেন, সব আসন ধরে ধরে কার কী অবস্থা সেটা আলোচনা হয়েছে।

আরও পড়ুন: বিমল গুরুঙের বিরুদ্ধে মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

অন্যদিকে বৈঠক শেষে আইএসএফ-র চেয়ারম্যান নউসাদের বক্তব্য, আজ দক্ষিণবঙ্গের আসন ঠিক হয়ে গেছে। উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে আসন ৪৪ টা থেকে বেশি বা কম হতে পারে। তবে যেভাবে আলোচনা হয়েছে তা সদর্থক। ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় আব্বাসের দল উপস্থিত থাকবে কিনা সে প্রশ্নের জবাবে নউসাদ বলেন, আসন ভাগ নিয়ে আলোচনা শেষ হলেই পরিষ্কার হয়ে যাবে ব্রিগেডে কারা থাকবে।

আরও পড়ুন: ধুঁকছে কংগ্রেসের কোষাগার, পাঁচ রাজ্যে নির্বাচনে লড়ার খরচ জোগানে হিমশিম