Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘উপহার’ নিয়ে সোমবার রাজ্যে ঝটিকা সফরে আসছেন মোদী

ভোটমুখী পশ্চিমবঙ্গকে (West Bengal) বড় 'উপহার' দিতে সোমবার ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যদিও এই সফরে মাত্র কয়েক ঘণ্টার জন্যই বাংলায় পা রাখবেন তিনি।

'উপহার' নিয়ে সোমবার রাজ্যে ঝটিকা সফরে আসছেন মোদী
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 21, 2021 | 1:59 AM

কলকাতা: ভোটমুখী পশ্চিমবঙ্গকে (West Bengal) বড় ‘উপহার’ দিতে সোমবার ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যদিও এই সফরে মাত্র কয়েক ঘণ্টার জন্যই বাংলায় পা রাখবেন তিনি। তবে তাঁর এই সফরের পরেই বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কয়েক ঘণ্টার এই সফরের যে তাৎপর্য যে অনেকটাই, তা আলাদা করে না বললেও চলে।

বিগত কয়েক বারের মতো এ বারের মতোও আরেক ভোটমুখী রাজ্য অসম থেকে সোজা বঙ্গে আসবেন মোদী। সোমবার দুপুর ৩ টে ১০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে তাঁর বিমান। সেখান থেকে কপ্টারে চুঁচুড়ার হেলিপ্যাড গ্রাউন্ডে উড়ে যাবেন তিনি। বিজেপির রাজনৈতিক সভায় যোগ দেবেন দুপুর পৌনে ৪টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। এর পর পাশের পৃথক মঞ্চে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুষ্ঠানে আকর্ষণের প্রধান তথা বড় ‘উপহার’ হতে চলেছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের সম্প্রসারিত অংশের উদ্বোধন। এ ছাড়াও রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন পাশের সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিমল গুরুঙের বিরুদ্ধে মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

বিকেল ৫ টা ২০ নাগাদ চুঁচুড়ার ডানলপ গ্রাউন্ড হেলিপ্যাডে চলে আসবেন মোদী। সন্ধে ৬ টার আগেই পৌঁছে যাবেন কলকাতা বিমানবন্দরে। তারপর প্রায় আড়াই ঘণ্টা বাড়তি সময় রাখা হয়েছে। সেই সময়ের মধ্যে তিনি বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ সারতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও এই সম্পর্কিত কোনও নিশ্চিত তথ্য মুরলীধন সেন লেন থেকে এসে পৌঁছয়নি। তবে যেহেতু এপ্রিল মাসেই ভোট শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কমিশনও দিনক্ষণ ঘোষণায় আর বিলম্ব করবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: ‘সাংস্কৃতিক চৈতন্যে ধাক্কা’, ‘টুম্পা-প্রচার’ নিয়ে সিপিএমকে একহাত শুভেন্দু মাইতির