একই গাছ থেকে ঝুলছে যুগলের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
মৃত চব্বিশ বছরের দীপঙ্কর রায় ও একুশ বর্ষীয়া নিরূপা রায় দুজনেই গোপালবেড়ার বাসিন্দা।
পূর্ব বর্ধমান : এক গাছে, এক সঙ্গে ঝুলছে যুগলের দেহ। প্রাথমিকভাবে, দু’জনেই ‘আত্মঘাতী’ (Hanged) বলে মনে করা হলেও মৃত্যুর স্পষ্ট কোনও কারণ জানা যায়নি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে খণ্ডকোষের গোপালবেড়া গ্রামে।
মৃত চব্বিশ বছরের দীপঙ্কর রায় ও একুশ বর্ষীয়া নিরূপা রায় দুজনেই গোপালবেড়ার বাসিন্দা। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এমনটাই কানাঘুষো শোনা গিয়েছিল এলাকায়, দাবি স্থানীয়দের। তবে, নিরূপা ও দীপঙ্করের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন দুই পরিবারই।
আরও পড়ুন: তিন বছর ধরে লাগাতার ‘ধর্ষণের’ শিকার নাবালিকা, ভিডিয়ো ভাইরাল করার হুমকি জামাইবাবুর
পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তবে, এই যুগলের মৃত্যু ‘আত্মহত্যা’ (Hanged) না অন্য কোনও কারণ আছে এর পেছনে, তা খতিয়ে দেখছে পুলিশ।