Bengal BJP: কলকাতায় হঠাৎ বৈঠকে বিজেপি-RSS, কী নিয়ে আলোচনা?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 27, 2022 | 11:44 PM

Bengal BJP: হঠাৎ কেন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসছে আরএসএস? এদিনের বৈঠকের খবর চাউর হতেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Bengal BJP: কলকাতায় হঠাৎ বৈঠকে বিজেপি-RSS, কী নিয়ে আলোচনা?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: হঠাৎ করেই বৈঠকে বিজেপির বঙ্গ (Bengal BJP) নেতৃত্ব। বৈঠকে হাজির সঙ্ঘের প্রতিনিধিও। বৃহস্পতিবার সন্ধেয় এই বৈঠকের আয়োজন করা হয় স্বভূমির কাছে একটি আবাসনে। সূত্র মারফত এমনই জানা গিয়েছে। ৫ নভেম্বর ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এই বৈঠক স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবারের এই বৈঠকে রাজ্য বিজেপির প্রথম সারির সব নেতারাই উপস্থিত রয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। তার উপর আরএসএস প্রতিনিধিও রয়েছেন বৈঠকে। হঠাৎ কেন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসছে আরএসএস? এদিনের বৈঠকের খবর চাউর হতেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চত্রবর্তীর বাড়িতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে হাজির রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মতো প্রথম সারির নেতারা। বৈঠকে সঙ্ঘের সহ ক্ষেত্র প্রচারক জলধর মাহাতোও রয়েছেন বলে খবর। বিজেপি সূত্র মারফত জানা গিয়েছে, সঙ্ঘের তরফ থেকে খুব জরুরি বার্তা দিতেই এই অঘোষিত বৈঠক।

উল্লেখ্য, সম্প্রতি প্রয়াগরাজে আরএসএস-এর সর্বভারতীয় নেতৃত্বের একটি বৈঠক হয়েছে। আরএসএস সূত্রে খবর, সেই বৈঠকে মোহন ভাগবত যে বার্তা দিয়েছেন, তার রাজনৈতিক প্রয়োগ কোন পথে হবে, তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। সেই সংক্রান্ত প্রস্তুতি নেওয়ার জন্য বিজেপিকে বার্তা দিতেই এই বৈঠকের আয়োজন বলে খবর। নাগরকিত্ব সংশোধনী আইন রূপায়ণের বিষয়টিকেও সঙ্ঘ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলে খবর। এই বিষয়টিকে নিয়ে রাজ্যে পদ্ম শিবির রাজনৈতিক প্রস্তুতি শুরু করুক, সেই বার্তা দিতেই এই বৈঠক বলে বিজেপি সূত্রে খবর। বৃহস্পতিবার রাতের এই বিশেষ বৈঠক বঙ্গ বিজেপির আগামীর গতিবিধির জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

যদিও এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, “শারদীয়া এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের জন্যই আজকের এই সৌজন্য সাক্ষাৎ। অমিত শাহ আসছেন কি না সেই নিয়ে এখনও কোনরকম কনফার্মেশন নেই। সরকারি অনুষ্ঠানে আসার কথা অমিত শাহের। তিনি যদি আসেন, তাহলে বাংলার বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতি সম্বন্ধে তাঁকে সবটা জানানো হবে। দীর্ঘদিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গেও সাক্ষাতের প্রস্তাব দেওয়া হবে অমিত শাহকে।”

Next Article