Bhai Dooj of Politicians: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, দেখুন রাজনীতিকদের ‘মিষ্টি’ মুহূর্তের ছবি
Soumya Saha |
Oct 27, 2022 | 8:17 PM
Bhai Dooj: সারাদিন শত কাজের ব্যস্ততা। রাজনৈতিক কর্মসূচি। সভা-সমাবেশ। জন সংযোগ। কিন্তু তা বলে কি ভাইফোঁটার আনন্দ থেকে দূরে থাকা যায়? রাজনীতিবিদরাও তাই আজ সামিল ভাইফোঁটার উৎসবে।
1 / 9
কিছুদিন আগেই চোখের অস্ত্রোপচার করে আমেরিকা থেকে শহরে ফিরেছেন। আজ ভাইফোঁটার আনন্দে সামিল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে বসে ভাইফোঁটা নিলেন তিনি।
2 / 9
ঝাড়গ্রামে দিদির বাড়ি ভাইফোঁটা নিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বহুদিন পর দিদির সঙ্গে দেখা। ভাই-বোন একসঙ্গে মিলে বেশ কিছুটা সময় কাটান আজ।
3 / 9
দুর্বার সমিতির সঙ্গে মদন মিত্রর যোগ দীর্ঘদিনের। আজকের দিনটি দুর্বার সমিতির সঙ্গেই কাটালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। ভাইফোঁটাও নিলেন সেখানে।
4 / 9
নবনীড়ের আবাসিকদের সঙ্গে ভাইফোঁটার দিনটি কাটালেন অরূপ বিশ্বাস। সেখানেই ধরা পড়ল কৌশানীর থেকে ফোঁটা নেওয়ার মুহূর্ত।
5 / 9
চেতলায় এদিন ভাইফোঁটার উৎসবে সামিল কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমও। ফোঁটা নিলেন সেখানে।
6 / 9
ভাইফোঁটার উৎসবে সামিল রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলেও শেয়ার করেছেন তিনি।
7 / 9
বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে এদিন ফোঁটা দিলেন চন্দ্রিমা ভট্টচার্য। পেলেন উপহারও।
8 / 9
পরিবারের সঙ্গে ভাইফোঁটার উৎসবে সামিল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।
9 / 9
ভাইফোঁটার দুপুরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে দেখা মিলল মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায়ের।