BJP Bengal: লক্ষ্য ২৫! কার্যকারিণী বৈঠকে বসছেন বঙ্গ বিজেপি শিবির

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 20, 2023 | 2:37 PM

BJP Bengal: বৃহস্পতিবারই রাজ্যে সভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছেন রাজ্য বিজেপির নেতারা।

BJP Bengal: লক্ষ্য ২৫! কার্যকারিণী বৈঠকে বসছেন বঙ্গ বিজেপি শিবির
বৈঠকে থাকবেন রাজ্যের সব নেতা

Follow Us

কলকাতা: সম্প্রতি সর্বভারতীয় স্তরে বিজেপির কার্যকারিণী বৈঠক শেষ হয়েছে। এবার রাজ্যে শুরু হচ্ছে বিশেষ বৈঠক। শুক্রবার ও শনিবার দু’দিনের কার্যকারিণী বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি (BJP)। দুর্গাপুরের এক হোটেলে হবে সেই বৈঠক। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। বৃহস্পতিবারই রাজ্যে সভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপির লক্ষ্য লোকসভা নির্বাচনে বাংলা থেকে অন্তত ২৫ টি আসনে জয়। সেই লক্ষ্যমাত্রা স্থির করেই পঞ্চায়েতের জন্য কৌশল ঠিক করতে চায় বিজেপি।

বুথে বুথে কীভাবে সংগঠন তৈরি করা হবে, তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। থাকবেন বিধায়ক এবং সাংসদেরা, থাকবে কেন্দ্রের ৫ পর্যবেক্ষক ও রাজ্যের অন্য়ান্য নেতারা। প্রথম দিন অর্থাৎ শুক্রবার বিকেলে দলের পদাধিকারীদের বৈঠক হবে। তারপর শনিবার হবে মূল বৈঠক সকাল থেকে। প্রায় দেড়শ’র বেশি ওপর প্রতিনিধি থাকবে।

ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দলের আভ্যন্তরীণ পরিস্থিতি বুঝতে এবং জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি শুরু করে দিয়েছে শাসকদল, তৃণমূল। পঞ্চায়েতের দখল নিতে মরিয়া বিজেপিও। নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং রাজ্য নেতা থেকে কর্মীদের ভোকাল টনিক দিতেই জে.পি নাড্ডার বঙ্গে সফর করেছেন বলে রাজনৈতিক মহলের অনুমান। সমস্ত অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে যাতে পুরোদমে কর্মীরা মাঠে নেমে পড়েন, সেই বার্তাই দেওয়া হয়েছে দলের অন্দরে।

Next Article