ভোট পরবর্তী ‘সন্ত্রাস’ নথিভুক্ত করতে পাঁচ সদস্যের কমিটি গড়লেন দিলীপরা
কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সাংবাদিক তথা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।
কলকাতা: ভোট পর্ব মেটার পর থেকেই হিংসা ও সন্ত্রাসের আবহে উত্তপ্ত রাজ্য। বিজেপির অভিযোগ, শাসকদলের ‘সন্ত্রাসের’ শিকার হতে হয়েছে তাদের দলীয় কর্মীদের। এই ঘটনার আঁচ ইতিমধ্যেই সর্বভারতীয় রাজনীতি পড়ে গিয়েছে। এ বার গোটা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট পরবর্তী ‘সন্ত্রাসের’ ঘটনাগুলি নথিভুক্ত করতে নতুন কমিটি গঠন করেছে বিজেপি। এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সাংবাদিক তথা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।
বিজেপি সূত্রে খবর, মোট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সিউড়ির আসনে বিজেপির পরাজিত প্রার্থী জগন্নাথবাবুকে এর মাথায় রাখা হয়েছে। এ বাদেও বিজেপির পাঁচ সদস্য সেই কমিটিতে রয়েছেন। ভোট পরবর্তী সময়ে যত সন্ত্রাসের ঘটনা ঘটছে, সেগুলি নথিবদ্ধ করার কাজ এই কমিটি করবে। অভিযোগগুলি খতিয়ে দেখে কী কী ধরনের পদক্ষেপ করা যায় এবং মামলা দায়ের করা যায় কি না সেই দিকটাও ভাবনাচিন্তা করবে বিজেপি।
আরও পড়ুন: রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন, কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়?
আরও এক প্রাক্তন সাংবাদিক তথা পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়কেও রাখা হয়েছে এই কমিটিতে। থাকবেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অধুনা বিজেপি নেতা শীলভদ্র দত্তও। এ বাদেও আরও দু’জন এই কমিটিতে জায়গা পেয়েছেন বলে খবর। এই কমিটি কলকাতায় বসে গোটা রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখবে এই সেই মতো রিপোর্ট কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকেও দেওয়া হবে বলে খবর।
আরও পড়ুন: করোনা ঠেকাতে বৈঠক প্রধানমন্ত্রীর, কী কী পরামর্শ দিলেন নমো?