কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটতে না মিটতেই আবার রাজ্যসভার ভোটের (Rajya Sabha Election) জন্য ব্যস্ততা। প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। বিজেপির (BJP) তরফে ইতিমধ্যেই অনন্ত মহারাজের নাম প্রার্থী হিসেবে পাঠানো হয়েছে। গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার প্রার্থী করা মোটেই পছন্দ করছে না তৃণমূল শিবির। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ইতিমধ্যেই সে কথা বুঝিয়ে দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়েছে, বাংলা নিয়ে ভাগাভাগি কোনওভাবেই বরদাস্ত নয়। অনন্ত মহারাজকে প্রার্থী করা নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যসভার ভোটের জন্য নিজেদের রণকৌশল তৈরি করে রাখছে বিজেপি শিবির। দলীয় সূত্রে খবর, রাজ্যসভার প্রার্থীর জন্য মোট তিনটি সেট তৈরি রাখছে তারা।
পরবর্তী সময়ে প্রয়োজন হলে আরও একজনের নাম মনোনয়ন করিয়ে রাখতে পারে বিজেপি শিবির। বঙ্গ বিজেপি সূত্রে খবর, তৃণমূলের সবরকম কৌশলের জন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখছে তারা। কোনও কারণে তৃণমূলের কোনও ‘ছলা-বলা-কৌশলে’ যদি একটি নাম বাতিল হয়, তাহলে যাতে অপর নামটি ময়দানে থাকে, সেই মতো প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। এক্ষেত্রে কে হতে পারেন দ্বিতীয় সেই বিকল্প? বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, উত্তরবঙ্গের এক নেতার কথা। ওই নেতাকে বিকল্প নাম হিসেবে তৈরি রাখছে বিজেপি। আজও বিধানসভায় দীর্ঘসময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে।
উল্লেখ্য, রাজ্যসভার ভোটাভুটির আগে অনেক সময়েই রাজনৈতিক দলগুলি একাধিক সেট তৈরি করে রাখে। তৃণমূলের ক্ষেত্রেও অতীতে এমন ঘটনা দেখা গিয়েছে। যাতে স্ক্রুটিনির সময়ে বা অন্য কোনও কারণে একটি নাম বাতিল হলে, অন্য নাম ব্যবহার করা যায়, তা নিশ্চিত করতেই এই ধরনের আগাম প্রস্তুতি নিয়ে রাখে দলগুলি। এবার যেহেতু অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার প্রার্থী করায় তৃণমূল আগে থেকেই আপত্তির সুর চড়াতে শুরু করেছে, তখন আরও সাবধানী হয়ে উঠছে পদ্ম শিবির।