Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দলবদলু বিধায়ক হলেই টিকিট পাকা বিজেপিতে

অন্য দল থেকে গেরুয়া শিবিরে (BJP) আসা সব বিধায়করাই টিকিট পাবেন নির্বাচনে (West Bengal Assembly Election 2021) লড়ার। তবে নবাগতদের গুরুত্ব দেওয়া হলেও সংঘের প্রাধান্য থাকছে। সব নামে নাগপুরের সিলমোহর না থাকলেও বেশ কিছু নামে ক্ষেত্রে আরএসএস মুখাপেক্ষী হতে হয়েছে বিজেপি।

দলবদলু বিধায়ক হলেই টিকিট পাকা বিজেপিতে
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 02, 2021 | 6:37 PM

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal) প্রথম দফার বিজ্ঞপ্তি মঙ্গলবারই জারি করেছে নির্বাচন কমিশন। তার পর থেকেই রাজনৈতিক দলগুলি সক্রিয়তা শুরু করেছে প্রার্থী তালিকা তৈরি নিয়ে। তবে এ বছর নীল বাড়ি দখলের লক্ষ্যে ভোটযুদ্ধে নামা বিজেপির (BJP) দিকে আলাদা করে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সূত্রের খবর, আগামী ৪ বা ৫ মার্চ বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। তার আগে একাধিক বিষয় স্ক্রুটিনি করে দেখা হচ্ছে। কে কে এই তালিকায় জায়গা পেতে পারেন তার প্রাথমিক কিছুটা আভাসও পাওয়া গিয়েছে বিজেপি সূত্রে।

প্রথমত, গতবার বিধানসভা ভোটে জিতে আসা তিন বিধায়ককেই বিজেপি প্রার্থী করতে পারে। ফলে লোকসভা ভোটে জিতে সাংসদ হলেও দিলীপ পুনরায় নিজের খড়্গপুরের বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে আরও খবর, অন্য দল থেকে গেরুয়া শিবিরে আসা সব বিধায়করাই টিকিট পাবেন নির্বাচনে লড়ার। তবে নবাগতদের গুরুত্ব দেওয়া হলেও সংঘের প্রাধান্য থাকছে। সব নামে নাগপুরের সিলমোহর না থাকলেও বেশ কিছু নামে ক্ষেত্রে আরএসএস মুখাপেক্ষী হতে হয়েছে বিজেপিকে।

পাশাপাশি কয়েকটি কেন্দ্রে বিশ্ব হিন্দু পরিষদের নেতাদেরও টিকিট দেওয়া হবে বলে খবর। একই সঙ্গে সাম্প্রতিক সময় যে বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকার ও চলচ্চিত্র তারকাদের দলে শামিল করা হয়েছে, তাঁদের একটি বড় অংশকেও ভোটে লড়ার সুযোগ দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হচ্ছে মহিলা মোর্চা ও যুব মোর্চার সদস্যদেরও। বেশ কিছু জায়াগায় বিজেপি জেলা সভাপতিদেরও প্রার্থী করার ভাবনা রয়েছে শীর্ষ নেতৃত্বের।

আরও পড়ুন: মালদায় মেরুকরণের অঙ্ক, যোগী ওড়ালেন হিন্দুত্বের ধ্বজা

যদিও এই তালিকায় দীর্ঘদিন ধরে বিজেপি ও আরএসএস করা কতজন সুযোগ পাবেন তা নিয়ে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে দলের অন্দরেই। সূত্রের খবর, এ দিন হেস্টিংসের কার্যালয়ে আরও একদফা বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেখানে আরও একপ্রস্থ আলোচনা হতে পারে প্রস্তাবিত নামগুলি নিয়ে।

আরও পড়ুন: মোদীর ব্রিগেডে নেট প্র্যাক্টিস সৌরভের? জল্পনা উঠতেই মহারাজের উত্তর