Mamata Banerjee: মন্ত্রিসভায় রদবদল মমতার, সমবায় খোয়ালেন অরূপ, পর্যটন হারালেন বাবুল

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Sep 11, 2023 | 6:25 PM

Mamata Banerjee: দায়িত্ব বেড়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রদীপ মজুমদারের। প্রদীপ মজুমদার এতদিন পঞ্চায়েত দফতর সামলাচ্ছিলেন। এবার থেকে তিনি সমবায় দফতরও সামলাবেন। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক হাতে বন দফতর তো আছেই। পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বও এবার জ্যোতিপ্রিয়র।

Mamata Banerjee: মন্ত্রিসভায় রদবদল মমতার, সমবায় খোয়ালেন অরূপ, পর্যটন হারালেন বাবুল
মন্ত্রিসভায় রদবদল মমতার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল মমতার। দফতর বদল হল বাবুল সুপ্রিয়র। পর্যটন দফতর থেকে সরিয়ে দেওয়া হল বাবুল সুপ্রিয়কে। বদলে তাঁকে দেওয়া হল অচিরাচরিত শক্তি দফতর। একইসঙ্গে তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বও সামলাবেন বাবুল সুপ্রিয়। এবার পর্যটন দফতরের মন্ত্রী হলেন ইন্দ্রনীল সেন। অন্যদিকে সমবায় দফতর হারালেন অরূপ রায়। একের পর এক সমবায় কৃষি উন্নয়ন সমিতি নিয়ে যখন দুর্নীতির অভিযোগ, সে সময় এই দফতরে মন্ত্রী বদল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। তবে দায়িত্ব বেড়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রদীপ মজুমদারের। অন্যদিকে গোলাম রব্বানি হলেন পরিবেশ মন্ত্রী। এতদিন পরিবেশ দফতর নিজেই দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রদীপ মজুমদার এতদিন পঞ্চায়েত দফতর সামলাচ্ছিলেন। এবার থেকে তিনি সমবায় দফতরও সামলাবেন। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক হাতে বন দফতর তো আছেই। পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বও এবার জ্যোতিপ্রিয়র। অরূপ রায় এবার খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী।

এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বদল হল সমবায়ে। গত কয়েকদিনে একের পর এক সমবায় সমিতির কৃষি উন্নয়ন সমিতিতে দুর্নীতির অভিযোগ বিড়ম্বনা বাড়িয়েছে রাজ্য সরকারের। আমানতকারীরা টাকা জমিয়ে তা ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে জেলায় জেলায় পথেও নামতে দেখা গিয়েছে ভুক্তভোগীদের। যদিও সমবায় দফতরের দায়িত্বে থাকা অবস্থায় অরূপ রায় বারবারই দাবি করেছেন, অভিযোগ এলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভায় রদবদল করলেন, সেখানে দেখা গেল সমবায় দফতর খুইয়েছেন অরূপ রায়। প্রদীপ মজুমদার এবার অতিরিক্ত দায়িত্ব পেলেন এই দফতরের।

 

Next Article