CV Ananda Bose: বাংলার IAS-IPS-দের একাংশ ‘পক্ষপাতদুষ্ট’, মানছেন রাজ্যপাল বোসও

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Sep 11, 2023 | 3:40 PM

Governor CV Ananda Bose: রাজ্যের আমলা ও পুলিশকর্তাদের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এর আগেও বিভিন্ন সময়ে উঠেছে। অবশ্য, সেই অভিযোগ ছিল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে। তবে এবার খোদ বাংলার সাংবিধানিক প্রধানের মুখেও একই ধরনের কথা শোনা গেল।

CV Ananda Bose: বাংলার IAS-IPS-দের একাংশ পক্ষপাতদুষ্ট, মানছেন রাজ্যপাল বোসও
রাজ্যপাল সিভি আনন্দ বোস
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাথমিক পর্যায় কাটিয়ে ওঠার পর থেকেই একেবারে ‘অ্যাকশন মোডে’ রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বুঝিয়ে দিয়েছেন, তিনি শুধু রাজভবনের ভিতরে বসে নয়, গ্রাউন্ড জ়িরোয় পৌঁছে গিয়ে বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কাজ করতে সচেষ্ট। বিভিন্ন সময়ে রাজ্যপাল হিসেবে তাঁর ভূমিকা নিয়ে সমালোচনা করেছে রাজ্যের শাসক শিবির। অধুনা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ ঘিরে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত চরমে উঠেছে। আর এসবের মধ্যেই রাজ্যপাল বোসের গলায় শোনা গেল, বাংলার কোনও কোনও আইএএস ও আইপিএস পক্ষপাতদুষ্ট। সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজ্যের আমলা ও পুলিশকর্তাদের বিষয়ে নিজের ভাবনার কথা কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন তিনি।

যদিও রাজ্যপাল এও জানিয়ে দিলেন যে তাঁর এই ধারনা কেবল একাংশের আমলা ও পুলিশকর্তাদের বিষয়েই। সব আইএএস, আইপিএস যে পক্ষপাতিত্ব করেন না, সে কথাও জানালেন রাজ্যপাল বোস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার সাংবিধানিক প্রধান বললেন, তিনি এ রাজ্যে কাজ করতে পেরে ভীষণ খুশি। এরপরই বাংলার আইএএস-আইপিএসদের পক্ষপাতদুষ্ট আচরণ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্নে রাজ্যপাল বললেন, ‘কেউ কেউ পক্ষপাতদুষ্ট, সকলে নয়।’

উল্লেখ্য, রাজ্যের আমলা ও পুলিশকর্তাদের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এর আগেও বিভিন্ন সময়ে উঠেছে। অবশ্য, সেই অভিযোগ ছিল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে। তবে এবার খোদ বাংলার সাংবিধানিক প্রধানের মুখেও একই ধরনের কথা শোনা গেল।

বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল বোসের এই ভূমিকা মোটেই ভাল চোখে দেখছে না রাজ্যের শাসক শিবির। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিন সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘রাজ্যপাল বিজেপির এজেন্টের মত আচরণ করছেন। এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন।’

Next Article