আইকোর মামলায় সিবিআই-এর দ্বিতীয় হাজিরার নোটিসও এড়ালেন পার্থ

ঋদ্ধীশ দত্ত |

Apr 05, 2021 | 8:50 PM

দ্বিতীয় নোটিস পাঠিয়ে সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রীকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি এ দিনও সেই নোটিস এড়িয়ে গিয়েছেন। হাজিরা দিতে পারবেন না বলে সিবিআই-কে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি।

আইকোর মামলায় সিবিআই-এর দ্বিতীয় হাজিরার নোটিসও এড়ালেন পার্থ
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: আইকোর মামলায় দ্বিতীয়বার সিবিআই (CBI) দফতরে হাজিরা এড়িয়ে গেলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দ্বিতীয় নোটিস পাঠিয়ে সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রীকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি এ দিনও সেই নোটিস এড়িয়ে গিয়েছেন। হাজিরা দিতে পারবেন না বলে সিবিআই-কে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি।

সিবিআই সূত্রে খবর, পার্থবাবু জানিয়েছেন যে তিনি বর্তমানে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। যে কারণে এই মুহূর্তে হাজিরা দিতে যেতে পারছেন না। প্রসঙ্গত, এর আগেও একই কারণ দেখিয়ে আইকোর মামলায় সিবিআই-এর প্রথম নোটিসে হাজিরার নির্দেশ এড়িয়ে গিয়েছিলেন তিনি। এ বার দ্বিতীয় নোটিসও এড়িয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়।

আইকোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহেই দ্বিতীয় নোটিস পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তার প্রেক্ষিতেই এ দিন চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, একবার নির্বাচনী প্রচার প্রক্রিয়া শেষ হলে তবেই তিনি হাজিরা দিতে পারবেন।

আরও পড়ুন: ‘মমতা মুসলিমদের ভোট চাইছেন’, এফআইআর দায়ের করতে চেয়ে কমিশনে বিজেপি

ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থা আইকোরের একটি অনুষ্ঠানে বেশ কয়েক বছর আগে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেই সংস্থার একটি পণ্য তিনি লঞ্চ করেছিলেন, এবং সেই সংস্থাকে সাহায্য করার প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে মাসখানেক আগেই নোটিস দিয়ে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, প্রথম নোটিস তিনি এড়িয়ে যান। দ্বিতীয় নোটিসও তিনি এড়িয়ে গিয়েছেন একই কারণ দেখিয়ে।

এ বার পার্থবাবুর চিঠি পাওয়ার পর সিবিআই নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, নাকি ফের একবার নোটিস দিয়ে তাঁকে ডেকে পাঠাবে সে দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: কয়লাকাণ্ড: লালার কয়েকশো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

 

Next Article