Covid-19 Vaccination : ‘ডেডলাইন’ মিস রাজ্যের! আগামী সপ্তাহেই শুরু হতে পারে ১২-১৪ বয়সীদের টিকাকরণ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 16, 2022 | 8:28 PM

Covid-19 Vaccination : বুধবার থেকেই দেশজুড়ে এই টিকাকরণ শুরু হওয়ার কথা থাকলেও বাংলায় তেমনটা হল না। কেন্দ্রের নির্দেশ মানতে ব্যর্থ হল পশ্চিমবঙ্গ।

Covid-19 Vaccination : ডেডলাইন মিস রাজ্যের! আগামী সপ্তাহেই শুরু হতে পারে ১২-১৪ বয়সীদের টিকাকরণ
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : আজ জাতীয় টিকাকরণ দিবস। এর আগে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টিকাকরণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে জানিয়েছিলেন, মার্চেই ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে গোটা দেশে। এবং সেই টিকাকরণ শুরু হবে জাতীয় টিকাকরণ দিবস ১৬ মার্চ থেকেই। বুধবার থেকেই দেশজুড়ে এই টিকাকরণ শুরু হওয়ার কথা থাকলেও বাংলায় তেমনটা হল না। কেন্দ্রের নির্দেশ মানতে ব্যর্থ হল পশ্চিমবঙ্গ। প্রস্তুতি না থাকার কারণে পশ্চিমবঙ্গে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হল না আজ। তাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সপ্তাহেই রাজ্যে কোভিড টিকাকরণ শুরু হবে ১২-১৪ বছর বয়সীদের। ২১ মার্চ টিকাকরণ শুরুর লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আজ স্বাস্থ্য ভবনে টিকাকরণের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। দিল্লি থেকে এই প্রশিক্ষণ হয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, প্রায় ৩০ লক্ষ টিকা প্রাপকের নাম নথিভুক্ত করা হয়েছে। ১৫-১৮ বছর বয়সীদের যেই প্রক্রিয়ায় টিকাকরণ হয়েছিল সেই প্রক্রিয়া মেনেই টিকাকরণ হবে ১২-১৪ বছর বয়সীদের। এদিনের টার্গেট মিস হওয়ার পর আগামী সপ্তাহকেই লক্ষ্য করে এগোচ্ছে রাজ্য। আগামী সোমবার থেকেই টিকাকরণ পুরোদমে চালু হওয়ার সম্ভাবনা। টিকাকরণ কেন্দ্রের পাশাপাশি স্কুলগুলিতেও টিকা দেওয়া হবে।

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে সোমবার জানানো হয়েছিল ১২-১৪ বছর বয়সীদের কর্বেভ্যাক্স টিকা দেওয়া হবে। কয়েক মাস আগেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছিল। তাঁদের টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরেই ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণের ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রসঙ্গত, ২০২১ সালের ১ এপ্রিল থেকে সকলের টিকাকরণ অভিযান শুরু করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার লক্ষ্যমাত্রা নিয়েছিল, গত বছর মে মাসের ১ তারিখের মধ্যে ১৮ বছর উর্ধ্ব সকলের টিকাকরণ সম্পূর্ণ করার। ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু করেছিল কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির সময় থেকেই দাবি করছিলেন যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন অন্যতম হাতিয়ার। তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্টই ইতিবাচক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন : HS Exam 2022: বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের পরিবর্তিত রুটিন, কোন কোন পরীক্ষার দিন বদল?

Next Article