শনিবারের সকাল শুরু থেকেই গুমোট। একটা ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের সকালের বুলেটিন রিপোর্ট বলছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। তবে এটাও ঠিক, মাঝের এই ভ্যাপসা গরম, ফাঁকতালে বৃষ্টি, ফের গরমে, শিশুরা তো বটেই, বয়স্করা সর্দি কাশিতে ভীষণ ভুগছেন।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে একটি হিসাব দেওয়া হয়েছে। সেই হিসাবে দেখা যাচ্ছে এইবার প্রচুর বৃষ্টি হয়েছে। ২০ শতাংশের বেশি বৃষ্টি উত্তরবঙ্গে। ৬১ শতাংশের বেশি বৃষ্টি কোচবিহারে। ২০ শতাংশ বেশি বৃষ্টি জলপাইগুড়িতে। মালদহ, দুই দিনাজপুরে ঘাটতি হয়েছে কিছুটা। মালদহে ৩৭ শতাংশের কম বৃষ্টি। দক্ষিণ দিনাজপুরে ৫৫ শতাংশ ঘাটতি রয়েছে। তবে উত্তরে প্রবল বর্ষণের সতর্কতা জারি রয়েছে। ৫ জুলাই পর্যন্ত কমলা সতর্কতা উত্তরবঙ্গে। যার জেরে বাড়তে পারে নদীর জলস্তর।
দক্ষিণবঙ্গে তিন চার জেলাতে ভারি বৃষ্টির সতর্কতা। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ও বেশি থাকবে। আজও ভারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে দু-তিন জেলায়। হালকা মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে। অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে ক্রমশ ওপরের দিকে উঠে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে।
দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি। দু’এক জেলায় ভারি বৃষ্টি। উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টি। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।