Panchayat Election 2023: অভিযোগ পেতেই সব সূচি বাতিল করে কোচবিহারে রাজ্যপাল, গ্রাউন্ড সিচুয়েশন বুঝে নিচ্ছেন বোস

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Jul 02, 2023 | 6:12 PM

Panchayat Election 2023: গ্রাম বাংলার দখল কার হাতে থাকবে, সেই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর এসবের মধ্য়েই আজ উত্তরবঙ্গে পঞ্চায়েতের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Panchayat Election 2023: অভিযোগ পেতেই সব সূচি বাতিল করে কোচবিহারে রাজ্যপাল, গ্রাউন্ড সিচুয়েশন বুঝে নিচ্ছেন বোস
কোচবিহারে রাজ্যপাল
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: আর এক সপ্তাহ। আগামী শনিবারই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার চলছে জোরকদমে। শাসক-বিরোধী সব পক্ষই নিজেদের মতো করে রণকৌশল তৈরি করে নিয়েছে। গ্রাম বাংলার দখল কার হাতে থাকবে, সেই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর এসবের মধ্য়েই আজ উত্তরবঙ্গে পঞ্চায়েতের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কয়েকদিন আগেই একদফা প্রচার সেরে গিয়েছেন কোচবিহারে, জলপাইগুড়িতে। এদিকে পিছিয়ে নেই বিরোধীরাও। আগামিকাল আবার শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গে যাচ্ছেন। সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Jul 2023 09:58 PM (IST)

    ডিএ আন্দোলনকারীদের হেল্প ডেস্ক

    ৮ জুলাই ভোট। ৪ জুলাই কমিশনের অফিসের সামনে অবস্থানে বসছেন ডিএ আন্দোলনকারীরা। আগামী ৭ জুলাই ও ৮ জুলাই শহিদ মিনারে সংগ্রামী যৌথমঞ্চের তরফে খোলা হবে হেল্প ডেস্কও।

    ডিএ আন্দোলনকারীরা।

     

    সবিস্তারে পড়ুন: ভোট কর্মীদের সুরক্ষায় শহিদ মিনারে হেল্প ডেস্ক খুলবেন ডিএ আন্দোলনকারীরা

  • 01 Jul 2023 09:54 PM (IST)

    চুলের মুঠি ধরে মার

    তৃণমূল নেতার স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ। অভিযোগের আঙুল বিজেপির দিকে। যদিও বিজেপির তরফে তা অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থল হুগলির আরামবাগ।

    সবিস্তারে পড়ুন: তৃণমূল নেতার স্ত্রীর চুলের মুঠি ধরে রাস্তায় আনল তিন যুবক,


  • 01 Jul 2023 09:53 PM (IST)

    রাজ্যপালের ফোন নিহত তৃণমূল নেতার বাড়িতে

    নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

    রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    সবিস্তারে পড়ুন: রাজ্যপালের ‘ভ্রাম্যমাণ পিস রুম’, এবার ফোন নিহত তৃণমূল নেতার বাড়িতে

  • 01 Jul 2023 03:38 PM (IST)

    ভোটের মুখে বোমা উদ্ধার মুর্শিদাবাদে

    মুর্শিদাবাদের বড়ঞায় উদ্ধার জার ভর্তি বোমা। একটি বাড়ির পিছনে সেগুলি লুকিয়ে রাখা ছিল। পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে।

  • 01 Jul 2023 03:36 PM (IST)

    বাঁকুড়ায় তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

    বাঁকুড়ায় তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাইপুর ব্লকে। শাসক দলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে।

  • 01 Jul 2023 03:18 PM (IST)

    পঞ্চায়েতে সৌজন্যে নজির, কংগ্রেস মুখপাত্র কৌস্তভকে ডাবের জল খাওয়াল তৃণমূল

    কৌস্তভকে ডাবের জল খাওয়াল তৃণমূল

    কেন হঠাৎ কৌস্তভ বাগচিকে ডাবের জল খাওয়াতে গেল তৃণমূল। কী বলছে শাসক শিবির?

    বিস্তারিত পড়ুন: কৌস্তভ বাগচিকে ডাবের জল খাওয়াল তৃণমূল! ব্যাপারটা কী

  • 01 Jul 2023 03:16 PM (IST)

    কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় দায়িত্বে, আপাতত কী সিদ্ধান্ত কমিশনের

    কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)

    ৩১৫ কোম্পানি বাহিনীকে আপাতত কোন কাজে ব্যবহার করা হবে, সেই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন। জেনে নিন কোথায় কোথায় থাকবে বাহিনী…

    বিস্তারিত পড়ুন: কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী? বুথে কি থাকবে? কী সিদ্ধান্ত কমিশনের

  • 01 Jul 2023 01:05 PM (IST)

    কোচবিহারের পুঁটিমারিতে মৃত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্যপাল

    কোচবিহারের পুঁটিমারিতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। সেখানে সাধারণ মানুষজনের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। গুলিবিদ্ধ হয়ে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছেন রাজ্যপাল। মৃত বিজেপি কর্মীর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তিনি। বাংলার সাংবিধানিক প্রধানকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাজ্যপাল। রাজ্যপাল তাঁদের সঙ্গে কথা বলে, সঙ্গে থাকা আধিকারিকদের বিষয়গুলি নোট করার জন্য বলেন।

  • 01 Jul 2023 11:19 AM (IST)

    কোচবিহারে হাসপাতালে রাজ্যপাল, কথা বলছেন হিংসার শিকার পরিবারগুলির সঙ্গে

    কোচবিহার হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে হিংসার শিকার হওয়া চিকিৎসাধীন মানুষজনের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। পীড়িতদের পরিবারের লোকজন রাজ্যপালের কাছে তাঁদের সমস্যার কথা জানান। কীভাবে তাঁদের উপর অত্যাচার চলছে, সেই অভিযোগ জানান রাজ্যপালের কাছে।

  • 01 Jul 2023 11:17 AM (IST)

    ‘কোনও অব্যবস্থা ও হিংসা বরদাস্ত নয়’, সব সূচি বাতিল করে কোচবিহারে আসার কারণ জানালেন রাজ্যপাল

    রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া ভাষায় বার বার বার্তা দিয়েছেন। হিংসা বা অশান্তির পরিবেশ কোনওভাবেই বরদাস্ত নয়। উত্তরবঙ্গ সফরে গিয়ে আজ কোচবিহারের দিনহাটাতেও আবারও সেই কথা শোনা গেল রাজ্যপালের কথায়। সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। জানিয়ে দিলেন, তিনি সব কিছুর উপর নজর রাখছেন। যেখানে যেখানে অশান্তির অভিযোগ উঠে এসেছে, সেখানেই তিনি যাচ্ছেন। কোচবিহার থেকেও অশান্তির অভিযোগ গিয়েছে তাঁর কানে। আর সেই কারণেই পূর্ব নির্ধারিত সূচি বাতিল করে দিনহাটায় এসেছেন তিনি। রাজ্যপাল জানালেন, তিনি নিজের চোখে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে চান। গ্রাউন্ড সিচুয়েশন বুঝতে চান।  বললেন, ‘কোনওরকম অব্যবস্থা ও হিংসার বরদাস্ত করা হবে না।’

  • 01 Jul 2023 11:10 AM (IST)

    তৃণমূলের ফ্লেক্স-ব্যানার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

    পঞ্চায়েত ভোটের মুখে ঝামেলা, অশান্তির শেষ নেই। কোথাও বিরোধীদের উপর হামলার অভিযোগ, আবার কোথাও শাসকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠছে। এরই মধ্যে এবার শাসক দল তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

  • 01 Jul 2023 10:06 AM (IST)

    ISF কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

    পঞ্চায়েতের আগে আরও সতর্ক পুলিশ। বাড়ছে তৎপরতা। কাশীপুর থানার পুলিশ আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার করল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গ্রেফতার করা হয়েছে দুই জনকে। ঘটনাটি ঘটেছে কাশীপুরের জিরানগাছা এলাকায়।

     

     

  • 01 Jul 2023 10:03 AM (IST)

    নিস্তার পাচ্ছেন না নির্দলরাও, দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়ার অভিযোগ

    পঞ্চায়েতে নির্বাচনের আগে বার বার বিরোধীদের উপর চাপ তৈরির ও বাধা দেওয়ার অভিযোগ উঠছে। নিস্তার পাচ্ছেন না নির্দলরাও। এবার মুর্শিদাবাদের কাপাসডাঙায় লক্ষ্মীরন বিবি নামে এক নির্দল প্রার্থীর দেওয়াল লিখন নষ্ট করার অভিযোগ। দাবি করা হচ্ছে, তাঁর দেওয়াল লিখনে কেউ বা কারা কাদা লেপে দিয়েছে। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে।

  • 01 Jul 2023 10:00 AM (IST)

    বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ, প্রতিবাদে থানা ঘেরাও

    উত্তর ২৪ পরগনার রহড়ায় বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। দাবি করা হচ্ছে, বিজেপি প্রার্থী যখন প্রচার পর্বে বেরিয়েছিলেন, সেই সময় তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেছে বিজেপি।

     

  • 01 Jul 2023 09:56 AM (IST)

    রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলেন নিশীথ

    উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল। আজ কোচবিহারে। আর পঞ্চায়েত ভোটের মুখে জেলার সামগ্রিক পরিস্থিতির কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তুলে ধরতে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক।

  • 01 Jul 2023 09:54 AM (IST)

    দিনহাটায় পুড়ল কংগ্রেস প্রার্থীর বাড়ি

    দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

    দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

    বিস্তারিত পড়ুন: দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজি, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে