কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। রাজ্যের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে তাতে কমবে না অস্বস্তি। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। এক নজরে দেখে নিন দিনভার ওয়েদার আপডেট
বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আংশিক মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা।
শনিবারের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।আজ ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের।
রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারি বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আংশিক মেঘলা আকাশ। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে।
ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত থেকে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা আসাম পর্যন্ত বিস্তৃত। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও সংলগ্ন এলাকায়।
রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রবি ও সোমবার। বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।