কলকাতা: সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও ঠান্ডার (Winter) দাপট বহাল থাকবে বুধবার। জাঁকিয়ে শীত, শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বড়দিন, এমনকী ইংরেজি বছরের শেষটাও শীতের চাদর গায়ে জড়িয়েই কাটাতে হবে বঙ্গবাসীকে। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। রাতের দিকে তাপমাত্রা সামান্য বাড়ারও সম্ভাবনা রয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আগামী দু’দিন এরকমই পরিস্থিতি থাকবে। বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যদিও এর প্রভাব এ রাজ্যে তেমন কিছু পড়বে না। বরং চাগিয়ে খেলবে উত্তুরে হাওয়া।
আরও পড়ুন: হোটেলের বিছানায় শোওয়ানো যুবতীর নগ্ন রক্তাক্ত দেহ, বেপাত্তা ‘স্বামী’
পুরুলিয়া,বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারও শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতে নতুন করে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ১৫ ডিগ্রির নিচেই থাকবে। অর্থাৎ শীতের শিরশিরানি থাকছেই।
আরও পড়ুন: ব্রাত্য অধিকারীরা! কাঁথিতে ‘অধিকার’ অটুট রাখতে পাল্টা সভা তৃণমূলের
বিহার, উত্তর প্রদেশে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কনকনে হাওয়ায় কাবু সে রাজ্যের মানুষ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানায় কুয়াশার দাপট বর্তমান। সর্বনিম্ন তাপমাত্রা আরও দু’ থেকে তিন ডিগ্রি নামতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।