নয়া দিল্লি : দেশে নিম্নমুখী করোনা গ্রাফ(COVID-19)। তবুও মিলছে না স্বস্তি। করোনার নয়া ‘স্ট্রেন’ নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ। পাশাপাশি বর্তমান কোভিড পরিস্থিতিতে ৮টি রাজ্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। এই আটটি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ , মহারাষ্ট্র, দিল্লি, কেরল, ছত্তীসগঢ়, তামিলনাড়ু, মধ্য প্রদেশ।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা(COVID-19) আক্রান্তের সংখ্যা ১,০০,৯৯,০৬৬। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৩,৯৫০ জন। বিগত এক দিনে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩,২৭৮। দেশে মোট কোভিডমুক্ত ৯৬,৬৩,৩৮২।
মঙ্গলবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে কেরল এবং তৃতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। ওই সময়ের মধ্যে মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গের স্থান ছিল দ্বিতীয়। স্বাস্থ্যমন্ত্রকের মতে, সুস্থতার হার আশাব্যঞ্জক। কিন্তু, সংক্রমণের ৫৭ শতাংশই উল্লেখিত রাজ্যেই সর্বাধিক।
আরও পড়ুন: নতুন স্ট্রেনের খোঁজে কনসর্টিয়াম গড়ার পরিকল্পনা ভারতেও
সম্প্রতি, ব্রিটেনে পাওয়া গেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। এ দেশে নয়া ভাইরাসের সংক্রমণের আঁচ এখনও পৌঁছয়নি বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। প্রসঙ্গত, দেশে পৌঁছনো করোনার(COVID-19) জিনোমে সবার আগে নজর রেখেছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। পরে হাত লাগায় নয়াদিল্লির ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজি (আইজিআইবি)। ইতিমধ্যেই, ব্রিটেন থেকে ফেরা ২০ জন করোনা পজিটিভের খোঁজ মিলেছে। তার মধ্যে ২ জন কলকাতার।
আরও পড়ুন : দশম-দ্বাদশের বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না
পাশাপাশি, আগামী মাস থেকেই গণ টিকাকরণ কর্মসূচী শুরু করতে চাইছে সরকার। প্রাথমিক লক্ষ্য ৩০ কোটি দেশবাসী। তবে সেই ৩০ কোটির দলে শিশু বা কিশোররা নেই তা স্পষ্ট করে বলে দিলেন স্বাস্থ্যকর্তারা। যেহেতু , করোনার(COVID-19) থাবা মূলত বর্ষীয়ান ব্যক্তিদের শিকার করে, তাই এই মুহূর্তেই শিশু বা কিশোরদের টিকা না দিলেও চলবে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক।