কলকাতা: ৭৭ তম স্বাধীনতা দিবসের লগ্নে বড় উপহার পেতে চলেছে রাজ্য। বাংলায় (Bengal) সামুদ্রিক খাতে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। মূলত, বন্দর, জাহাজ ও সামুদ্রিক পথে এই বিনিয়োগ হবে। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Union Minister Sarbananda Sonowal)।
জানা গিয়েছে, গ্লোবাল সামুদ্রিক ইন্ডিয়া সামিট উপলক্ষ্যে সোমবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এই অনুষ্ঠান উপলক্ষ্যে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের তরফে একটি রোড শোয়ের আয়োজনও করা হয়। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে কলকাতায় সামুদ্রিক খাতে বিপুল বিনিয়োগের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, কলকাতা তার সমৃদ্ধশালী সামুদ্রিক ঐতিহ্য এবং বিশেষ অবস্থানের জন্য ভারতের পূর্বাঞ্চলে সামুদ্রিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পূর্ব ভারতকে স্বনির্ভর করে তোলে।”
দেশের অর্থনৈতিক প্রসারের ক্ষেত্রে সামুদ্রিক সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তিনি বলেন, ভারতীয় অর্থনীতির জীবনরেখা হল সামুদ্রিক সেক্টর। আয়তনের দিক থেকে EXIM কার্গোর ৯০ শতাংশের বেশি এবং মূল্যের দিক থেকে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে এই ক্ষেত্র।” ভারতের সামুদ্রিক ক্ষেত্রের উন্নয়নে অংশীদারী বেসরকারি সংস্থাগুলি বিশেষ সহায়তা করে বলেও জানান মন্ত্রী। দেশে নতুন বন্দর নির্মাণ, বন্দরের উন্নয়ন সহ সামুদ্রিক বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী বেসরকারি সংস্থাগুলি বিশেষ সহায়তা করেছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর দিল্লির ভারত মণ্ডপম-এ তৃতীয় গ্লোবাল সামুদ্রিক ইন্ডিয়া সামিট আয়োজিত হবে।