কলকাতা: স্পেনে গিয়ে একের পর এক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য থেকে শিক্ষা- একাধিক ক্ষেত্রে সমন্বয়ে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। সেখান থেকে ফেরার পর আজ মঙ্গলবার বৈঠক বসেছিল নবান্নে। মুখ্যমন্ত্রীর স্পেন সফরের কী কী সাফল্য এসেছে, তা নিয়েই বৈঠক হয় এদিন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দফতরের সচিব বন্দনা যাদব। বাংলার পড়ুয়ারা যাতে স্প্যানিশ ভাষা শিখতে পারে, সে বিষয়ে কী উদ্যোগ নেওয়া হবে, তা এদিন বিস্তারিত জানিয়েছেন মুখ্যসচিব।
স্পেন সরকারের ‘ডিরেক্টর জেনারেল অব ল্যাঙ্গোয়েজেস’ গুইলেরমো এসক্রিবানোও-র সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভাষা নিয়ে সমন্বয় সাধনের বিষয়ে আলোচনা হয়েছে। মুখ্যসচিব এদিন উল্লেখ করেন, ইংরেজির পর স্প্যানিশ হল বিশ্বের সবথেকে বেশি প্রচলিত ভাষা। শিক্ষা থেকে ব্যবসা সব ক্ষেত্রেই এই ভাষার গুরুত্ব রয়েছে। তাই এই ভাষা শেখানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।
তিনি জানিয়েছেন, বর্তমানে বহু পড়ুয়া এমবিএ বা ইঞ্জিনিয়ারিং পড়তে স্পেনে যান। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রেও স্পেনের সঙ্গে সংযোগ বাড়ছে ভারতের। ফলে অনেকেই ব্যবসার সূত্রে যাচ্ছেন সে দেশে। তাই স্পেনের ভাষা জানলে অনেকটা সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার। স্পেনের বাইরে অনেক দেশেও স্প্যানিশ ভাষার ব্যবহার রয়েছে।
বাংলায় ওই ভাষার একটা সেন্টার গড়ে তোলার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। তৈরি হবে প্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষিকাদের ট্রেনিং দিতে স্পেন থেকে আসবেন শিক্ষকরা। এই নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি জানান, বর্তমানে রাজ্যের যে সব বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো হয়, সেখানে এমন কোনও সেন্টার তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।