BJP : বাংলার আচ্ছে দিন আসছে, গুরুত্বপূর্ণ কথা বলেছেন অমিত শাহ: সুকান্ত

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 17, 2022 | 6:00 PM

BJP : সুকান্ত-শুভেন্দু-দিলীপ ছাড়াও গতকালের বৈঠকে অগ্নিমিত্রা পল, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য, আশা লাকড়া, খগেন মুর্মু, সুভাষ সরকার, স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতারা উপস্থিত ছিলেন।

BJP :  বাংলার আচ্ছে দিন আসছে, গুরুত্বপূর্ণ কথা বলেছেন অমিত শাহ: সুকান্ত

Follow Us

কলকাতা : হাতে মাত্র আর কয়েকদিন। তারপরেই নতুন বছর। তবে এবারে নতুন বছরের শুরুতে নতুন করে উত্তপ্ত হতে চলেছে বাংলার রাজনৈতিক মহল। শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন। এরইমধ্যে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতা (Kolkata) বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখান থেকে সরাসরি চলে যান ৬ মুরলীধর সেন লেনে, বিজেপির রাজ্য দফতরে। দীর্ঘক্ষণ বৈঠক চলে বঙ্গ বিজেপির (BJP) নেতাদের সঙ্গে। পঞ্চায়েত ভোট নাকি শুভেন্দুর বেঁধে দেওয়া ডিসেম্বরের ডেডলাইন, রাজ্যে বিজেপির বর্তমান অবস্থা নাকি কেন্দ্রীয় কোনও বিষয়? ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে রাতভর চলে জল্পনা। এরইমধ্যে শাহি বৈঠক নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, “বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাগুলি আমি সরাসরি মিডিয়ার সামনে বলতে পারব না। কিন্তু, আগামীতে বাংলার জন্য ভাল দিন আসতে চলেছে। বাংলার আচ্ছে দিন আসতে চলছে।”  

এদিন বিমানবন্দর থেকে শুভেন্দুকে পাশে নিয়ে সুকান্ত বলেন, “রাজ্য সভাপতি হিসাবে আমাকে, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুদা, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং যে সমস্ত সাংসদরা কলকাতায় উপস্থিত ছিলেন তাঁদের উনি ডেকেছিলেন। সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে। আমাগীদিনে পার্টি কী ভাবে এগোবে সে বিষয়েও উনি আমাদের থেকে জানতে চেয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাগুলি আমি সরাসরি মিডিয়ার সামনে বলতে পারব না। কিন্তু, আগামীতে বাংলার জন্য ভাল দিন আসতে চলেছে। বাংলার আচ্ছে দিন আসতে চলছে।”  

সুকান্ত-শুভেন্দু-দিলীপ ছাড়াও গতকালের বৈঠকে অগ্নিমিত্রা পল, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য, আশা লাকড়া, খগেন মুর্মু, সুভাষ সরকার, স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিক, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দের মতো বিজেপি নেতারাও ছিলেন। প্রায় ৩৫ মিনিটের বেশি সময় ধরে চলে এই বৈঠকে। তবে কি এবার পঞ্চায়েত ভোটেও দেখা মিলবে অমিত শাহ-র মতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের? এ প্রসঙ্গে সুকান্তর সাফ জবাব, “পঞ্চায়েত ভোটের জন্য ওনার তো প্রয়োজন নেই। এর জন্য আমাদের রাজ্যের নেতারাই যথেষ্ট। তবে এদিন পঞ্চায়েত ভোট নিয়েও কথা হয়েছে। আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। উনি শুনেছেন। কিন্তু, পঞ্চায়েত ভোটে অমিত শাহজি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামার দরকার নেই। বঙ্গ বিজেপি এর জন্য যথেষ্ট।” তবে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবির বড় জয় পাবে বলেই মনে করছেন রাজ্য সভাপতি। দারুণ আত্মবিশ্বাসের সুরে এদিন তিনি বলেন, “গতবার আমরা প্রায় ৬ হাজার পঞ্চায়েত সদস্য বের করেছিলাম। এবার আমাদের টার্গেট আরও অনেক বেশি। তিনগুণ, চারগুণ টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। আমরা জিতব।”

Next Article