Suvendu-Amit Meeting : শাহি ডাকে দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু, ৩০ মিনিটের বৈঠক নিয়ে বাড়ছে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 17, 2022 | 6:30 PM

Suvendu-Amit Meeting : এদিনই শুভেন্দু জানান অমিত শাহ নিজেই তাঁকে আলাদা করে ৩০ মিনিট সময় দিতে চেয়েছেন। দিল্লিতে ডেকে আলাদা করে কথা বলতে চেয়েছেন।

Suvendu-Amit Meeting : শাহি ডাকে দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু, ৩০ মিনিটের বৈঠক নিয়ে বাড়ছে জল্পনা

Follow Us

কলকাতা: শুক্রবার রাতে কলকাতায় পা রেখেই সোজা চলে গিয়েছিলেন ৬ মুরলীধর সেন লেনে, বিজেপির (BJP) রাজ্য দফতরে। সুকান্ত-শুভেন্দু-দিলীপ সহ এক ঝাঁক বিজেপির প্রথমসারির নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। আগামী সপ্তাহেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকেছেন অমিত শাহ। বিমানবন্দরে মোদী ব্রিগেডের সেকেন্ড-ইন-কমান্ডকে ছাড়তে এসে এমনটাই জানালেন শুভেন্দু। শাহি ডাক পেতেই যেন নতুন করে অক্সিজেন পেয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এদিকে ডিসেম্বরে তিন ডেডলাইন দিয়ে ইতিমধ্যেই ‘বেকায়দায়’ নন্দীগ্রামের বিধায়ক। রাজনৈতিক বিশ্লেষকদের তীক্ষ্ণ নজর থাকলেও ‘বড়’ কিছু হয়নি রাজ্যে। তবে তাতেও দমতে রাজি নন তিনি। এদিন বিমান বন্দরে অমিত শাহকে টাটা করে ফেরার পথে শুভেন্দুকে বলতে শোনা গেল, “টাইম হো গ্যায়া”। কোন সময়ের কথা বলছেন শুভেন্দু? তাঁর সাফ জবাব, “টাইম হো গ্যায়া। কে বলেছে আমি বলছি না। পশ্চিমবঙ্গে চোর, বড় বড় ডাকাতরা, অত্যাচারীরা, পরিবারবাদ, তোষণাবাদের আমদানি করা লোকেদের বিরুদ্ধে আইন মেনে, সংবিধান মেনে যা যা ব্যবস্থা করার দরকার সেই বিশ্বয়ে আমরা অশ্বস্ত হয়েছি। কালকের মিটিংয়ের পর আমরা উৎসাহিত।” 

এদিনই শুভেন্দু জানান অমিত শাহ নিজেই তাঁকে আলাদা করে ৩০ মিনিট সময় দিতে চেয়েছেন। দিল্লিতে ডেকে আলাদা করে কথা বলতে চেয়েছেন। শুভেন্দু বলেন, “তিনি আমাকে কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন। সোমবার দিল্লিতে সাংসদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। সেখানে আমারও ডাক রয়েছে। তিনি বলেছেন তুমি সোমবার ফিরবে না। সোমবার তুমি দিল্লিতে থাকবে। মঙ্গলবার তোমাকে ৩০ মিনিট সময় দিচ্ছি সংসদে আমার অফিসে এসে আমার সঙ্গে দেখা করবে। অনেকগুলো বিষয় আছে যেটা তোমার এবং রাজ্য সভাপতির সঙ্গে আমার আলোচনা করা দরকার।” তবে কী পঞ্চায়েত ভোট নিয়ে নতুন করে কোনও রণকৌশল সাজাতে চলেছে পদ্ম শিবির? নাকি শুভেন্দুর জানুয়ারির নতুন ‘ডেডলাইন’ আসবে কোনও নতুন নির্দেশ? বাড়ছে জল্পনা। 

Next Article