BGBS 2025: বাংলায় মুকেশ অম্বানীর ৫ বড় অঙ্গীকার

BGBS 2025: বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুকেশ অম্বানী বলেন, "বাংলায় বিনিয়োগের এটাই সেরা সময়। বাংলার পুনরুত্থান পৃথিবীর কোনও শক্তি আটকাতে পারবে না। আমি আজ পাঁচটি বিশেষ অঙ্গীকার করতে চাই। রিলায়েন্স সবসময় বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকবে বাংলার।"

BGBS 2025: বাংলায় মুকেশ অম্বানীর ৫ বড় অঙ্গীকার
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2025 | 6:51 AM

কলকাতা: ৮ বছর আগে বাংলায় তাঁর সংস্থার বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার কোটি টাকারও কম। এখন সেটাই ২০ গুণের বেশি বেড়েছে। আর আগামী ৫ বছরে তাঁরা বাংলায় কত বিনিয়োগ করবেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তা জানিয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। একইসঙ্গে বাংলায় তাঁর ৫ অঙ্গীকারের কথাও এদিন জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার।

বুধবার থেকে ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শুরু হয়েছে। প্রথমদিন বাণিজ্য সম্মেলনে ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। ২০১৬ সাল থেকে বাণিজ্য সম্মেলনে আসছেন তিনি।

এদিন তিনি বলেন, “আমি ভারতের পশ্চিমাংশ থেকে আসছি। বলা হয়, অর্থনীতি ও বাণিজ্যে দেশকে নেতৃত্ব দেয় দেশের পশ্চিমাঞ্চল। কিন্তু, সেই পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এই বাণিজ্য সম্মেলনের দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়।”

এই খবরটিও পড়ুন

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাংলায় যে ক্রমশ বিনিয়োগ বাড়াচ্ছে, এদিন সেই তথ্য তুলে ধরে মুকেশ অম্বানী বলেন, ২০১৬ সালে প্রথমবার যখন এই বাণিজ্য সম্মেলনে তিনি অংশ নেন, তখন বাংলায় রিলায়েন্স বিনিয়োগ ২ হাজার কোটি টাকার কম ছিল। ২০ গুণের বেশি বেড়ে এখন তা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। এই দশকের শেষ বিনিয়োগের পরিমাণ এখনের চেয়ে দ্বিগুণ হবে বলে তিনি জানালেন। অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বাংলায় রিলায়েন্সের বিনিয়োগের পরিমাণ হবে এক লক্ষ কোটি টাকা।

বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুকেশ অম্বানী বলেন, “বাংলায় বিনিয়োগের এটাই সেরা সময়। বাংলার পুনরুত্থান পৃথিবীর কোনও শক্তি আটকাতে পারবে না। আমি আজ পাঁচটি বিশেষ অঙ্গীকার করতে চাই। রিলায়েন্স সবসময় বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকবে বাংলার। আপনার বাংলা। আমাদের বাংলা।”

বাণিজ্য সম্মেলনে মুকেশ অম্বানীর পাঁচ অঙ্গীকার-

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারের পাঁচ অঙ্গীকারের প্রথমটি হল বাংলায় ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেসে জোর দেওয়া। কলকাতা থেকে যাত্রা শুরু হয়েছিল জিওর। মুকেশ অম্বানী জানান, বাংলায় ডিজিটাল পরিকাঠামো তৈরিতে আরও বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
  • দ্বিতীয়ত, বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার(এআই) প্রভাব। বাংলায় এআই-র গবেষণায় আরও বেশি বিনিয়োগ করবে রিলায়েন্স। আগামী পাঁচ মাসে জিও এআই রেডি ডেটা সেন্টার তৈরি করবে তাঁর সংস্থা।
  • তৃতীয়ত, খুচরো ব্যবসায়ও রাজ্যে বিনিয়োগ বাড়াবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রাজ্যে এখন রিলায়েন্সের ১৩০০টি রিটেল স্টোর রয়েছে। আগামী ৩ বছরে তা বাড়িয়ে ১৭০০ করা হবে।
  • চতুর্থত, স্বদেশ পোর্টালের মাধ্য়মে কারিগরি অর্থনীতির উন্নতিতে কাজ করবে রিলায়েন্স।
  • আর পঞ্চমত, রাজ্যে গ্রিন এনার্জিতে বিনিয়োগ করবে রিলায়েন্স। সোলার বাংলার কথা বলেন মুকেশ অম্বানী।