Bhabanipur By-Election: রাত পোহালেই প্রেস্টিজ ফাইট! প্লাস্টিক-রেনকোটে মুড়েই ভোট ভবানীপুরে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 03, 2021 | 7:06 AM

Bhabanipur By-Election: ভোটে নিযুক্ত সব অফিসার ও কর্মীদের দেওয়া হবে বর্ষাতি। বৃষ্টির মধ্যে ভোটারদের লাইনে দাঁড়াতে যাতে অসুবিধা না হয়, তার জন্য ৯৮টি ভোটকেন্দ্রেই ছাউনি তৈরি করা হচ্ছে।

Bhabanipur By-Election: রাত পোহালেই প্রেস্টিজ ফাইট! প্লাস্টিক-রেনকোটে মুড়েই ভোট ভবানীপুরে
বৃষ্টির মধ্যেই ভোট (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: রাত পোহালেই প্রেস্টিজ ফাইট। বৃষ্টিতে ভোট করাতে ভবানীপুরে (Bhabanipur By-Election) বিশেষ ব্যবস্থা। ভবানীপুরের ৮ নম্বর ওয়ার্ডে ৯৮ ভোটকেন্দ্রে ছাউনি। ইভিএম থাকবে স্বচ্ছ পলিথিন ব্যাগে। ভবানীপুরের সব ভোটকর্মীকে দেওয়া হচ্ছে বর্ষাতি। ভবানীপুরে চালু রাখা হচ্ছে সব পাম্পিং স্টেশন। ভবানীপুরে বসানো হচ্ছে অতিরিক্ত পাম্প। ভবানীপুর কেন্দ্রের সব নিকাশি নালা সাফাই করা হয়েছে। জল জমে এমন এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভিএম, মেশিন, সমস্ত সামগ্রী প্লাস্টিকে মুড়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। ভোটারদের জন্য বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। কেউ যাতে তড়িতাদহ না হন, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। সিইএসসিকে সতর্ক থাকতে বলা হয়েছে। মানতে বলা হয়েছে কোভিড প্রোটোকল। সমস্ত নির্দেশিকা মানতে বলা হয়েছে নির্বাচনী আধিকারিকদের।

আজ, বুধবার থেকেই ভবানীপুরে মোতায়েন করা হচ্ছে কুইক রেসপন্স টিম। ১৩টি কুইক রেসপন্স টিম ভবানীপুর বিধানসভা এলাকায় ঘুরবে। বৃষ্টির হাত থেকে ইভিএম মেশিন ও ভোটের কাজে ব্যবহৃত জিনিসপত্র রক্ষা করতে সেগুলি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা হবে।

ভোটে নিযুক্ত সব অফিসার ও কর্মীদের দেওয়া হবে বর্ষাতি। বৃষ্টির মধ্যে ভোটারদের লাইনে দাঁড়াতে যাতে অসুবিধা না হয়, তার জন্য ৯৮টি ভোটকেন্দ্রেই ছাউনি তৈরি করা হচ্ছে। কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে জলমগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন করবেন সেক্টর অফিসাররা। ভবানীপুর কেন্দ্রের অধীন সব নিকাশি নালা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। সব পাম্পিং স্টেশন ২৪ ঘণ্টা চালু থাকছে। অতিরিক্ত পাম্পও বসানো হচ্ছে নিচু এলাকায়।

শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলতে চায় গেরুয়া শিবির। দলীয় স্তরে একগুচ্ছ সিদ্ধান্তও নেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে বুথ ভিত্তিক দল। প্রতিটি বুথের ভিতরে একজন পোলিং এজেন্ট থাকার পাশাপাশি, কয়েকজনকে বুথের বাইরেও রাখবে বিজেপি। বুথের বাইরে থাকা বিজেপি সদস্যেরা ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখবেন। সকাল সকাল যাতে ভোটাররা ভোট দিতে পারেন, তা-ও নিশ্চিত করতে চায় বিজেপি। পাশাপাশি, প্রতিটি বুথ থেকে প্রতি মুহূর্তের খবর পাঠাতে হবে হেস্টিংসেও। এছাড়া, নির্বাচন কমিশন সঙ্গে যোগাযোগ জন্যেও একটি দলকে তৈরি করা হচ্ছে। দিল্লিতে যোগাযোগ রাখার জন্যেও টিম তৈরি রাখছে বিজেপি।

সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে দুর্ভোগ। রাতভর ভারী বৃষ্টি কলকাতায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও চলছে নিম্নচাপের বৃষ্টি। আগামী ৩-৪ ঘণ্টা চলবে একটানা বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে। ট্রান্সফার জলের নীচে থাকলে পাওয়ার অফ করা হবে। কোনও সমস্যা হলে টোল ফ্রী নম্বরে জানানো যাবে-১৯১২১ (টোল ফ্রী নম্বর)। হোয়াটস আপ নম্বরে যোগাযোগ করা যাবে- ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ এই নম্বরে।

আরও পড়ুন: Kolkata House Collapsed: ৭ ঘণ্টার পর চাদরে পেঁচিয়ে বস্তায় ভরে বার করা হল ৩ বছরের শিশুর লাশ! আহিরীটোলায় বাড়ি ধসে মৃত ২

Next Article