Bharat Bandh LIVE: বিক্ষোভকারীকে চড় পুলিশের, রাস্তা অবরোধ, রেল পরিষেবায় প্রভাব, দেশজুড়ে ভারত বনধের নানা ছবি
Bharat Bandh LIVE: ভারত বনধের আওতায় রেলকে রাখা হয়নি। হাসপাতাল,অ্যাম্বুলেন্স এবং দমকলের মতো জরুরি পরিষেবাগুলিকেও এর বাইরে রাখা হয়েছে। রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় হয়েছে প্রশাসন। কলকাতার বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। বিভিন্ন জেলায় সকাল থেকে বনধের আংশিক প্রভাব দেখা গিয়েছে। দিনভর বনধের আপডেট জেনে নিন...

কলকাতা: দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ফোরাম আজ (বুধবার) ভারত বনধের ডাক দিয়েছে। প্রায় ২৫ কোটি কর্মী এই বনধে সামিল হবেন বলে সংগঠনগুলি জানিয়েছে। তবে বনধের আওতায় রেলকে রাখা হয়নি। হাসপাতাল,অ্যাম্বুলেন্স এবং দমকলের মতো জরুরি পরিষেবাগুলিকেও এর বাইরে রাখা হয়েছে। রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় হয়েছে প্রশাসন। কলকাতার বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। বিভিন্ন জেলায় সকাল থেকে বনধের আংশিক প্রভাব দেখা গিয়েছে। দিনভর বনধের আপডেট জেনে নিন…
LIVE NEWS & UPDATES
-
বনধ সমর্থনকারীকে সপাটে চড় বংশীহারী থানার আইসির

ভারত বনধের সমর্থনকারী এক বিক্ষোভকারীকে চড় মারলেন বংশীহারী থানার আইসি। রাস্তা অবরোধের সময় ওই বিক্ষোভকারী বংশীহারী থানার আইসি অসীম গোপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেইসময়ই তাঁকে চড় মারেন ওই পুলিশ অফিসার। আক্রান্ত ওই আন্দোলনকারীর নাম মাজেদার রহমান। তিনি সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য। পরে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় পুলিশকে ঘিরে আন্দোলকারীরা বিক্ষোভ দেখান। অন্যায়ভাবে দলীয় কর্মীকে গ্রেফতার করায় পুলিশকে ধিক্কার জানান আন্দোলনকারীরা।
-
উত্তাল যাদবপুর
সকালেই যাদবপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে মিছিল করে আসতে দেখা যায় প্রচুর বাম কর্মী-সমর্থকদের। তারপর সেখান থেকে দুনম্বর প্ল্যাটফর্মে চলে যান। ওঠে স্লোগান। বিস্তারিত পড়ুন- ৬০০ টাকা রোজ চাই! যাদবপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে দিল ধর্মঘটীরা, ট্রেন আটকানোর চেষ্টা
ব্য়াপক উত্তেজনা যাদবপুরে
-
-
বনধ সফল করতে রাস্তায় টায়ার জ্বালাল ধর্মঘটীরা

বীরভূমের সিউড়ি-সহ জেলার বিভিন্ন জায়গায় ভারত বনধের মিশ্র প্রভাব। সকাল থেকেই সিউড়ি বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করছে সরকারি ও বেসরকারি বাস, টোটো-অটো সহ বিভিন্ন যানবাহন। যদিও বেশ কিছু বেসরকারি বাস বন্ধ রয়েছে। বামেদের পক্ষ থেকে সকাল থেকেই ধর্মঘটকে সফল করার চেষ্টা চালানো হচ্ছে। বোলপুরে বেসরকারি বাসস্ট্যান্ডের সামনে ধর্মঘটকে সফল করার জন্য ধর্মঘটের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালায় ধর্মঘটীরা। কিছুক্ষণ পর অবশ্য অবরোধ তুলে নেয়।
-
পুড়শুড়ায় পথ অবরোধ, হুগলি স্টেশনে রেল অবরোধ
পুড়শুড়ায় পথ অবরোধ
পুড়শুড়ায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধ করল বাম শ্রমিক সংগঠনগুলি। ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট সফল করতে এই পথ অবরোধ। প্রধান সড়কে অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুড়শুড়া থানার পুলিশ পথ অবরোধ তোলার চেষ্টা করলেও বাম কর্মী সমর্থকরা রাস্তায় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়।
আবার হুগলি স্টেশনে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেন ধর্মঘট সমর্থকরা। ঝান্ডা নিয়ে রেললাইনে নেমে দাঁড়িয়ে পড়েন ধর্মঘটীরা। দশ মিনিট অবরোধ হয় হুগলি স্টেশনে। এক রেল যাত্রীর সঙ্গে ধর্মঘটীদের বচসাও বাধে। রেল পুলিশ এসে অবরোধ হটায়। ওই যাত্রীকেও সরিয়ে নিয়ে যায়।
-
বনধের প্রভাব নেই বর্ধমানে
ভারত বনধের কোনও প্রভাব সকাল থেকে দেখা যায়নি বর্ধমানে। রাস্তায় সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস চলাচল করছে। দোকানপাট খুলছে। অন্যান্য দিনের মতো সকালে বর্ধমানের বাজারহাট খুলেছে।
-
-
আলিপুরদুয়ারে সকাল থেকে বন্ধ দোকানপাট, সরকারি বাস আটকাল বনধ সমর্থনকারীরা
ভারত বনধের সমর্থনে আলিপুরদুয়ারে সকাল থেকে রাস্তায় ধর্মঘটীরা। সকালবেলা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস পথে নামলেও তা বন্ধ করে দেন বনধ সমর্থনকারীরা। পথে নামেনি বেসরকারি পরিবহণের কোনও গাড়ি। অশান্তি আটকাতে প্রতিটি মোড়ে পুলিশ প্রশাসন সক্রিয়। বন্ধ দোকানপাট। এখন পর্যন্ত আলিপুরদুয়ারে বনধ সর্বাত্মক সফল বলে দাবি সিপিএমের।
-
বাঁকুড়ার বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মঘটীদের
ভারত বনধের সমর্থনে রাস্তা অবরোধ বাঁকুড়ায়
শ্রম কোড বাতিল, সমকাজে সম বেতন-সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে বাঁকুড়ার বড়জোড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ধর্মঘটীরা। এদিন সকালে ধর্মঘট শুরু হতেই ধর্মঘটীরা রাস্তায় নামেন। বড়জোড়া বাজারে মিছিল করে তাঁরা হাজির হন বড়জোড়া চৌরাস্তা মোড়ে। সেখানে অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। এই অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে প্রায় ২৫ মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে বড়জোড়া থানার পুলিশ অবরোধকারীদের হঠিয়ে দেয়।
-
রাস্তা থেকে বাম কর্মী-সমর্থকদের ঠেলে সরাল পুলিশ
বাম কর্মী-সমর্থকদের রাস্তা থেকে ঠেলে সরাচ্ছে পুলিশ
ভারত বনধ সফল করতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রাস্তায় নামলেন বাম কর্মী-সমর্থকরা। যান চলাচল সচল রাখতে রাস্তায় নামল পুলিশও। ঘাটালের সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকার পুলিশের সঙ্গে বচসা বাম কর্মী-সমর্থকদের। যান চলাচল সচল রাখতে রাস্তা থেকে বাম কর্মী-সমর্থকদের ঠেলে সরিয়ে দিতে দেখা গেল পুলিশকে।
-
সকাল থেকে ভারত বনধের মিশ্র সাড়া কোচবিহারে
শ্রমিক সংগঠনগুলির ডাকা বনধে সকাল থেকে মিশ্র সাড়া কোচবিহারে। স্বাভাবিক সরকারি পরিবহণ। পথে নেমেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস। তবে পথে নামেনি বেসরকারি পরিবহণের কোনও গাড়ি। অশান্তি আটকাতে পথে পুলিশ প্রশাসন সক্রিয়। বন্ধ দোকানপাট।
Published On - Jul 09,2025 7:12 AM

