Fraud Case: ডেটিং অ্যাপে বন্ধুত্ব করে ডাকল হোটেলে, তারপরই হল ‘আসল’ কাজ…

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 11, 2022 | 5:15 PM

Bidhannagar: হোটেলে পৌঁছে ওই ব্যক্তি দেখেন, মহিলা আগে থেকেই সেখানে রয়েছে। হোটেলের ঘরে বসে খাবার খাচ্ছিল সে। ওই ব্যক্তি হোটেলের ঘরে ঢুকলে, ওই খাবার তাঁকেও খাওয়ায় মহিলা।

Fraud Case: ডেটিং অ্যাপে বন্ধুত্ব করে ডাকল হোটেলে, তারপরই হল আসল কাজ...
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: প্রতারণার নতুন ছক শহর কলকাতায়। অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব করে প্রতারণার চক্র। লোক ঠকানোর কারবারের পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই ঘটনায় সোনারপুর এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব করে এক ব্যক্তির থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। কিছুদিন আগেই লেকটাউনের বাসিন্দা এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই সূত্র ধরেই শনিবার সোনারপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়। এদিন অভিযুক্ত মহিলাকে বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে, এক অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ওই মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল লেক টাউনের বাসিন্দা ওই ব্যক্তির। কিছুদিনের মধ্যেই সম্পর্ক আরও গভীর হয়েছিল। ঘনিষ্ঠতা বাড়তেই জুলাই মাসে সল্টলেকের এক তিন তারা হোটেলে দেখা করার কথা হয় দুইজনের। সেই মতো ২৯ জুলাই হোটেলে যান ওই ব্যক্তি। হোটেলে পৌঁছে ওই ব্যক্তি দেখেন, মহিলা আগে থেকেই সেখানে রয়েছে। হোটেলের ঘরে বসে খাবার খাচ্ছিল সে। ওই ব্যক্তি হোটেলের ঘরে ঢুকলে, ওই খাবার তাঁকেও খাওয়ায় মহিলা। এরপরই সংজ্ঞাহীন হয়ে পড়েন প্রতারিত ওই ব্যক্তি। আর তখনই শুরু হয় আসল কাজ। বেহুঁশ করে সব লুঠ করে চম্পট দেয় মহিলা।

এদিকে পরের দিন সকালে হোটেলের কর্মীরাই প্রথমে বিষয়টি টের পান। ঘরে কল খোলা ছিল। জল পড়ার আওয়াজ আসছিল ক্রমাগত। আর তা শুনেই হোটেলকর্মীদের মনে প্রাথমিক সন্দেহ জাগে। বেশ কয়েকবার ডাকাডাকি করা হয় ঘরের দরজায়। কিন্তু কোনও উত্তর পাওয়া যায় না। এরপর ঘরের দরজায় ধাক্কা দিতেই তা খুলে যায়। হোটেলকর্মীরা ঢুকে দেখেন ওই ব্যক্তি তখনও বেহুঁশ হয়ে ঘুমোচ্ছেন। হোটেল কর্মীদের অনেকক্ষণ ধরে ডাকাডাকিতে শেষ পর্যন্ত ঘুম ভাঙে তাঁর। সেই সময়েই তিনি খেয়াল করেন, তাঁর টাকা, ব্যাগ, ঘড়ি সব খোয়া গিয়েছে। পাশাপাশি তাঁর ফোনের থেকে ওটিপি নিয়ে ১ লাখ ৬০ হাজার টাকার জিনিসও কেনা হয়েছিল। গোটা ঘটনা বুঝতে পেরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার সোনারপুর থেকে গ্রেফতার করা হয় মহিলাকে।

Next Article