Online Fraud: পুলিশের বড় অফিসার সেজে ফেসবুকে অ্যাকাউন্ট, বিধাননগর পুলিশ ধরল হাওড়ার কলেজ ছাত্রকে

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Jan 14, 2025 | 3:58 PM

Online Fraud: তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয় হাওড়ার এক কলেজ ছাত্রকে। ধৃতের নাম সায়ন্তন দাস। গোটা ঘটনার নেপথ্যে তাঁর হাত রয়েছে বলে দাবি করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে।

Online Fraud: পুলিশের বড় অফিসার সেজে ফেসবুকে অ্যাকাউন্ট, বিধাননগর পুলিশ ধরল হাওড়ার কলেজ ছাত্রকে
শোরগোল পুলিশ মহলে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বিধাননগর: প্রযুক্তির অগ্রগতির হাত ধরে পৃথিবী যত এগোচ্ছে ততই নিত্যনতুন প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকেরা। এবার বিধাননগর গোয়েন্দা বিভাগের এক আধিকারিকের ছবি দিয়ে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে শোরগোল। গ্রেফতার এক কলেজ পড়ুয়া। 

পুলিশ সূত্রে খবর, বিধাননগর গোয়েন্দা বিভাগের বিধাননগর সাউথ ডিভিশনের এসিপি সমবৃতি চক্রবর্তীর নাম করে ফেসবুকে ওই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ব্যবহার করা হয় তাঁর ছবি। সেখান থেকেই মেসেঞ্জারে একাধিক ব্যক্তির কাছে যায় মেসেজ। চাওয়া হয় টাকা। ৯ নভেম্বর এ বিষয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। তারপরই তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয় হাওড়ার এক কলেজ ছাত্রকে। ধৃতের নাম সায়ন্তন দাস। গোটা ঘটনার নেপথ্যে তাঁর হাত রয়েছে বলে দাবি করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতেই রাখতে চাইছে পুলিশ। সে একা এই কাজ করেছে নাকি, কোনও চক্র এর পিছনে রয়েছে তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

Next Article