Baghajatin: দুঃস্বপ্নেও ভাবা যায় না! ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঘাযতীনের ঝা চকচকে অভিজাত আবাসন, কারণ দেখে শিউরে উঠবেন
Sayanta Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী
Jan 14, 2025 | 4:05 PM
Baghajatin:পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীন এলাকার বিদ্য়াসাগরের নীচের অংশ ভেঙে যায়। পাশের আবাসনটিও বেঁকে আরেকটার ঘাড়ে এসে পড়ে। ওই আবাসনের একাংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে।
1 / 6
আস্ত একটা আবাসন। একেবারেই নতুন। বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঘাযতীনের আবাসনের একাংশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দুপুরের ভয়ঙ্কর ঘটনায় স্তব্ধ পুরকর্তারাও।
2 / 6
পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীন এলাকার বিদ্য়াসাগরের নীচের অংশ ভেঙে যায়। পাশের আবাসনটিও বেঁকে আরেকটার ঘাড়ে এসে পড়ে। ওই আবাসনের একাংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে।
3 / 6
ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন। তাতে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আঘাত গুরুতর। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
4 / 6
কী কারণে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আকস্মিকতায় ও ভয়াবহতায় রীতিমতো শিউরে উঠেছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় একাধিক আবাসন নির্মীত হয়েছে প্ল্যান না করেই। সেরকমই কোনও নির্মাণ নক্সা ছাড়া বাড়ি তৈরি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
5 / 6
কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "৮-১০ বছর আগেকার বাড়ি। আমি ওনারদের থেকে যা শুনলাম, বাড়ির ধার দিয়ে জল নামছিল। যাঁরা নির্মাণের কাজ করেছিলেন, তাঁদেরকে ডেকেওছিলেন তাঁরা। প্রমোটার তাঁদের আশ্বস্ত করেছিলেন বাড়ি ছাড়তে। আমরা ঠিক করে দেব। বিল্ডিংয়ে ফাটল ধরেছে বলেও শুনলাম। তারপর লোহার ট্র্যাক দিয়ে উঁচু করা হচ্ছিল। তখন আমি খবর পেয়েই যাই। সেই কাজে বাধা দিই।"
6 / 6
কাউন্সিলর আরও বলেন, "ফ্ল্যাটের বাসিন্দাদের ১-২ মাস আগেই অন্যান্যা জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। তারপর লোহার ট্র্যাকশন দিয়ে তোলা চেষ্টা করেছিল দুদিন আগে। কিন্তু আজকে বিল্ডিংটা পাশের বাড়িতে হেলে পড়েছে। বাড়ি থেকে বিপজ্জনক দেখে বোঝা যায়নি।" কাউন্সিলরের বক্তব্য, পৌরসভার অনুমতি না নিয়েই বিল্ডিং উঁচু করার কাজ হচ্ছিল।