Indian Army Robotic Mule: কুকুরে মতো দেখতে হলেও নেই প্রাণ! ভারতীয় সেনার সঙ্গে পা মিলিয়ে ওগুলো হাঁটছে কারা?
Avra Chattopadhyay |
Jan 14, 2025 | 4:12 PM
Indian Army Robotic Mule: এবার আসন্ন সেনা দিবসের কুচকাওয়াজেও এই রোবোটিক মিউলগুলিকে পথে নামাবে সেনাবাহিনী। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত হয়েছে সেই কুচকাওয়াজ। ভারতীয় সেনার প্রযুক্তিগত উন্নয়নের দিকগুলিই প্রদর্শন করা হবে সেই দিন।
1 / 9
সামরিক শক্তির নিরিখে বিশ্বে অন্যতম ভারত। জল, স্থল, আকাশ, তিন পথেই রয়েছে সেনা। আর সেই সেনাকে মজবুত করতে রয়েছে প্রযুক্তি নির্ভর অস্ত্রশস্ত্র।
2 / 9
সমীক্ষা অনুযায়ী, এই বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সেনা শক্তিতে ভারত রয়েছে চতুর্থ স্থানে। সেনার সংখ্যা, সামরিক সরঞ্জাম-সহ সামরিক কৌশলের গুণগতমান। সব দিক থেকেই একাধিক বৃহত্তর দেশের থেকে এগিয়ে ভারত।
3 / 9
সামরিক দিক থেকে বিশ্বের চতুর্থ শক্তিশালী এই সেনাবাহিনীতেই গত বছর যুক্ত হয়েছে আরও একটি নতুন প্রযুক্তি। জঙ্গি, শত্রুদেশের চোখ রাঙানি থেকে এবার ভারতীয় সেনাকে রক্ষা করবে রোবট।
4 / 9
দেখতে অনেকটা পোষ্যের মতো। গত বছর জুন মাসে ভারতীয় সেনাবাহিনীতে আনা হয়েছিল এই রোবোটিক মিউলগুলিকে। মূলত সঙ্কটজনক স্থানে জওয়ানদের রক্ষা করবে এই মিউলগুলি।
5 / 9
যে কোনও বাধাকেই টপকে যেতে পারে মিউলগুলি। যার চালনা শক্তি কৃত্তিম বুদ্ধিমত্তা। চড়তে পারে সিঁড়ি, নামতে পারে ঢালু বেয়ে। মানুতে পারে দিক নির্দেশ।
6 / 9
শুধু তা-ই নয়, প্রচণ্ড ঠান্ডাতেও প্রভাব পড়ে না এই রোবোটিক মিউলগুলিতে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, মাইনাস ৪০ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও নির্দ্বিধায় কাজ চালিয়ে যেতে পারে এই মিউলগুলি।
7 / 9
প্রতিটি ইউনিট বহন করতে পারে ১৫ কেজি পর্যন্ত ওজন। আর যে কোনও জায়গায় বসেই চালনা করা যেতে পারে এই রোবটগুলিকে।
8 / 9
এবার আসন্ন সেনা দিবসের কুচকাওয়াজেও এই রোবোটিক মিউলগুলিকে পথে নামাবে সেনাবাহিনী। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত হয়েছে সেই কুচকাওয়াজ। ভারতীয় সেনার প্রযুক্তিগত উন্নয়নের দিকগুলিই প্রদর্শন করা হবে সেই দিন।
9 / 9
এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও সেনার সঙ্গে পা মিলিয়ে হাঁটবে রোবোটিক মিউলগুলি। গত শনিবার বম্বে ইঞ্জিনিয়ার্স প্যারেড গ্রাউন্ডেও সেনা মহড়ায় দেখা গিয়েছিল এই মিউলগুলিকে। (সব ছবি PTI ও Getty Image থেকে নেওয়া।)