Trinamool Congress: ২০ থেকে ২৫ দিনের মধ্যেই বড় পরিবর্তন তৃণমূলে: সূত্র
TMC: একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বার্তাটা দিয়ে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্টই বলেছিলেন পারফরমেন্সের ভিত্তিতে রদবদলের কথা। এবার তারই যেন প্রতিচ্ছবি দেখা যেতে চলেছে সাংগঠনিক স্তরে। সূত্রের খবর, ২০ থেকে ২৫ দিনের মধ্যেই বড় পরিবর্তন আসন্ন।

কলকাতা: এসআইআর নিয়ে চড়ছে উত্তাপ। এদিকে আবার বিধানসভা নির্বাচনের আগেও মেরেকেটে হাতে আর মাত্র ক’টা মাস। সূত্রের খবর, তার আগেই শাসকদল তৃণমূলে হতে চলেছে বড়সড় রদবদল। তবে পুরোটাই হবে পারফরম্যান্সের ভিত্তিতে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যেই এই পরিবর্তনের ছবিটা এক্কেবারে স্পষ্ট হয়ে যাবে বলে জানতে পারা যাচ্ছে। এই খবরেই এখন তোলপাড় শুরু হয়েছে দলের অন্দরে।
সূত্রের খবর, নজর থাকছে পুরসভার পারফরম্যান্সের উপরে। সে কারণেই আগামী এক মাসের মধ্যে রাজ্যের একাধিক পুরসভার দায়িত্বে রদবদল হতে পারে। কার কেমন কর্মদক্ষতা, কাজের ভিত্তিতে কার কেমন পারফরম্যান্স তার উপরেই সবথেকে বেশি জোর দেওয়া হতে চলেছে বলে খবর। সেই মোড়কেই হবে বদল। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দলে রয়েছেন কিন্তু কাজ করছেন না এমন ব্যক্তিদের চিহ্নতকরণের কাজটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এক্কেবারে তৃণমূল স্তর থেকে সেই সব ব্যক্তিদের খোঁজা হচ্ছে। তাঁদের বিরুদ্ধেই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বার্তাটা দিয়ে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্টই বলেছিলেন পারফরমেন্সের ভিত্তিতে রদবদলের কথা। এবার তারই যেন প্রতিচ্ছবি দেখা যেতে চলেছে সাংগঠনিক স্তরে। শুরুতেই ছাপ পড়তে চলেছে পুরসভায়। পুরসভাগুলির কাজ নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছিলেন অভিষেক। এবার বিধানসভা নির্বাচনের আগে আলাদা করে দলের নজর গোটা রাজ্যেরই পুর প্রশাসনে। এখন দেখার দিনের শেষে ঠিক কোন পর্যায়ের বদলের ছবি দেখা যায়। চাপানউতোর চলছে দলের অন্দরে। চাপানউতোর চলছে রাজনৈতিক মহলেও।
