Jadavpur Sramajibi Canteen : রাত পেরোলেই ১০০০, উনত্রিশে উদযাপনে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে চাঁদের হাট

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 28, 2022 | 11:06 PM

Jadavpur Sramajibi Canteen : ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রমজীবী ক্যান্টিনের হাজার দিনের উদযাপনের অনুষ্ঠানে বসতে চলেছে বাম নেতাদের চাঁদের হাট। থাকছেন শহরের বামমনস্ক শিল্পীরাও।

1 / 5
"স্বপ্ন আমার প্রতিটি পাড়ায়/ প্রতিটি গ্রামে যৌথ খামার" এই স্লোগানের কাঁধে ভর করেই যাদবপুরে শুরু হয়েছিল শ্রমজীবী ক্যান্টিনের (Jadavpur Sramajibi Canteen) পথ চলা। এই ক্যান্টিনের হাত ধরে করোনাকালে তীব্র আর্থ-সামাজিক সঙ্কটের মধ্যেও মানুষের মুখে মাত্র ২০ টাকায় খাবার তুলে দিয়েছে যাদবপুরের (Jadavpur) বামপন্থীরা।

"স্বপ্ন আমার প্রতিটি পাড়ায়/ প্রতিটি গ্রামে যৌথ খামার" এই স্লোগানের কাঁধে ভর করেই যাদবপুরে শুরু হয়েছিল শ্রমজীবী ক্যান্টিনের (Jadavpur Sramajibi Canteen) পথ চলা। এই ক্যান্টিনের হাত ধরে করোনাকালে তীব্র আর্থ-সামাজিক সঙ্কটের মধ্যেও মানুষের মুখে মাত্র ২০ টাকায় খাবার তুলে দিয়েছে যাদবপুরের (Jadavpur) বামপন্থীরা।

2 / 5
ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এই ক্যান্টিনই এবার পার করে ফেলতে চলেছে ১ হাজার দিনের যাত্রা। নেওয়া হচ্ছে তারই উদযাপনের প্রস্তুতি। সাজ সাজ রব যাদবপুরে।

ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এই ক্যান্টিনই এবার পার করে ফেলতে চলেছে ১ হাজার দিনের যাত্রা। নেওয়া হচ্ছে তারই উদযাপনের প্রস্তুতি। সাজ সাজ রব যাদবপুরে।

3 / 5
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রমজীবী ক্য়ান্টিনের হাজার দিনের উদযাপনের অনুষ্ঠানে বসতে চলেছে বাম নেতাদের চাঁদের হাট। থাকছেন শহরের বামমনস্ক শিল্পীরাও। থাকছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বাম নেতা সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ এক ঝাঁক বাম নেতারা।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রমজীবী ক্য়ান্টিনের হাজার দিনের উদযাপনের অনুষ্ঠানে বসতে চলেছে বাম নেতাদের চাঁদের হাট। থাকছেন শহরের বামমনস্ক শিল্পীরাও। থাকছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বাম নেতা সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ এক ঝাঁক বাম নেতারা।

4 / 5
থাকছেন টলিউড তথা শহরের সংস্কৃতি জগতের একঝাঁক শিল্পীরাও। থাকছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, বাদশা মৈত্রের মতো শিল্পীরা। থাকছে অর্ক মুখোপাধ্যায়ের গান।

থাকছেন টলিউড তথা শহরের সংস্কৃতি জগতের একঝাঁক শিল্পীরাও। থাকছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, বাদশা মৈত্রের মতো শিল্পীরা। থাকছে অর্ক মুখোপাধ্যায়ের গান।

5 / 5
ছবি আঁকবেন বিশিষ্ট শিল্পীরা। থাকছে বুক স্টল, নানাবিধ খাবারের দোকান। দুপুর আড়াইটে থেকে সুকান্ত সেতুর সামনে শুরু হবে অনুষ্ঠান। তবে ওই দিনও অন্যান্য দিনের মতো সকালে খাবার ডিস্ট্রিবিউশন হবে নিয়ম মতো হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

ছবি আঁকবেন বিশিষ্ট শিল্পীরা। থাকছে বুক স্টল, নানাবিধ খাবারের দোকান। দুপুর আড়াইটে থেকে সুকান্ত সেতুর সামনে শুরু হবে অনুষ্ঠান। তবে ওই দিনও অন্যান্য দিনের মতো সকালে খাবার ডিস্ট্রিবিউশন হবে নিয়ম মতো হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

Next Photo Gallery