Bikash Bhattacharya: ‘জনসমক্ষে রিপোর্ট প্রকাশ করুন, না হলে…’, কড়া জবাব বিকাশের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2022 | 6:29 PM

Bikash Bhattacharya: নিয়োগ দুর্নীতির মামলায় সওয়াল করছেন বিকাশ ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Bikash Bhattacharya: জনসমক্ষে রিপোর্ট প্রকাশ করুন, না হলে..., কড়া জবাব বিকাশের
মমতাকে তোপ বিকাশের

Follow Us

কলকাতা: মামলা চলছে বলে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে হয়েছে। এমন অভিযোগ আগেও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও মুখ খুলেছেন আগে। আর এবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুললেন মমতা। বিকাশবাবু মেয়র থাকাকালীন জন্ম শংসাপত্রের দুর্নীতি হয়েছিল। মমতার বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিকাশবাবু দাবি করেন, তদন্ত কমিটি গঠন করে অভিযোগ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করুন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকাশ ভট্টাচার্য বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান হন। তদন্ত কমিটি গঠন করে তদন্ত হোক। ১৫ দিন পর রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করুন, না হলে পাগলা গারদে যান।’

এ দিন মমতা দাবি করেছেন, বাম আমলে ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। সেই প্রসঙ্গে বিকাশবাবুও পাল্টা তোপ দাগেন বেআইনি চাকরি নিয়ে। একই সঙ্গে সিপিএম সাংসদ স্পষ্ট জানিয়েছেন, যে সমস্ত মানুষদের লক্ষ লক্ষ টাকা লুঠ করা হয়েছে, যাঁরা বঞ্চিত, তাঁদের জন্য লড়াই করবেন তিনি। আর তাতেই তৃণমূলের ভয় তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম শুনে চমকে যান বলে মন্তব্য করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সিপিএমকে ইদানিং তৃণমূল ভয় পাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। অন্যদীিকে, বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে জন্ম শংসাপত্র নিয়ে দুর্নীতির যে অভিযোগ তুলেছেন মমতা, সেই প্রেক্ষিতে সুজন বলেন, ‘সবিনয়ে বলছি, উনি নিজের দুটো জন্ম তারিখ রেখেছেন, তার জন্যও কি বিকাশ বাবু দায়ী?’

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে সওয়াল করছেন বিকাশ ভট্টাচার্য। বৃহস্পতিবার মমতা বিকাশবাবুকে কটাক্ষ করে মমতা বলেন, ‘সাধুপুরুষ! ভাজা মাছ উল্টে খেতে জানে না।’ মমতা তোপ, কাদের আপনি বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন, সেই ফাইল বের করব? নেত্রীর দাবি, বদলা নেবেন না বলে এ সব দুর্নীতি নিয়ে কোনও ব্যবস্থা নেননি।

Next Article