পলিটব্যুরো থেকে বাদ যেতে পারেন বিমান-হান্নানরা, নজিরবিহীন পদক্ষেপের পথে সিপিএম

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 08, 2021 | 11:01 PM

CPIM: কেন্দ্রীয় কমিটির বৈঠকে স্থির হয়েছে, দলের কোনও কমিটিতেই আর ৭৫ বছর বয়সের বেশি কেউ থাকতে পারবেন না। এর ফলে বিমান বসু, হান্নান মোল্লারা বাদ যেতে পারেন পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে। তরুণ প্রজন্মকে জায়গা করে দিতেই এই ভাবনা সিপিএমের।

পলিটব্যুরো থেকে বাদ যেতে পারেন বিমান-হান্নানরা, নজিরবিহীন পদক্ষেপের পথে সিপিএম
ফাইল ছবি

Follow Us

কলকাতা: “পাকা চুল নয়। আনতে হবে কাঁচা চুলের জোয়ানদের, না হলে দল বাঁচানো যাবে না।” একসময় এমনই মন্তব্য করেছিলেন প্রাক্তন সিপিএম নেতা রেজ্জাক মোল্লা। অধুনা তৃণমূল সরকারের অংশ সেই রেজ্জাকের মতকেই এবার মান্যতা দিতে চলেছে সিপিএম? হ্যাঁ, এবার ৭৫ বছরের উর্ধ্বসীমা বাঁধছে সিপিএম। যার ফলে বঙ্গ সিপিএম নেতাদের মধ্যে বিমান বসু থেকে হান্নান মোল্লারা বাদ যেতে পারেন পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে।

রবিবার পর্যন্ত চলা তিনদিন ব্যাপী সেন্ট্রাল কমিটির ভার্চুয়াল বৈঠকের শেষ দিনে একটি তাৎপর্যপূর্ণ আলোচনা করেছে সিপিএম। যেখানে বলা হয়েছে, ৭৫ বছর বয়সের উপরে নেতারা দলের কোনও কমিটিতে থাকতে পারবেন না। নবীনদের সুযোগ করে দিতেই এহেন সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম বলে খবর। তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষদিনে এ বিষয়ে আলোচনা হয়েছে। যা আগামী বছর কেরলের কান্নুরে হওয়া পার্টি কংগ্রেসে অনুমোদিত হবে বলে জানা গিয়েছে।

এদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে স্থির হয়েছে, দলের কোনও কমিটিতেই আর ৭৫ বছর বয়সের বেশি কেউ থাকতে পারবেন না। এর ফলে বিমান বসু, হান্নান মোল্লারা বাদ যেতে পারেন পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে। তরুণ প্রজন্মকে জায়গা করে দিতেই এই ভাবনা সিপিএমের।

তবে এই ভাবনা যা প্রথম তা নয়। এর আগেও এ নিয়ে আলোচনা হয়েছে। এমনকি সিপিএমের রাজ্য কমিটির বৈঠকেও একবার সূর্যকান্ত মিশ্র প্রস্তাব দিয়েছিলেন, নতুন রাজ্য কমিটির সদস্যদের বয়স ৭৫-এর মধ্যে হতে হবে। তবে সেখানে আবার তিনি এও প্রস্তাব দেন যে, যাঁদের বয়স ৭৫ বছরের কম কিন্তু শারীরিকভাবে অসুস্থ ও অসমর্থ, তাঁদের স্বেচ্ছায় সরে যাওয়া উচিত।

গত কয়েক বছর ধরে এই ভাবনা কাজ করলেও ২২তম পার্টি কংগ্রেসে তা অনুমোদন পায়নি। সে কারণেই বিভিন্ন কমিটিতে থেকে যাওয়ার সুযোগ মিলেছিল প্রবীণ সদস্যদের। কিন্তু এবার আর সেই সুযোগের পুনরাবৃত্তির সম্ভাবনা নেই বললেই চলে। বাস্তবসম্মত এবং সময়োপোযোগী পদক্ষেপ হিসাবে নতুন ভাবনাচিন্তার জন্য তো তরুণ মুখকে তুলে আনতে চাইছে সিপিএম। যা একদিক থেকে সাহসী সিদ্ধান্ত হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। আরও পড়ুন: স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে এই প্রথমবার উড়বে তেরঙ্গা 

Next Article