স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে এই প্রথমবার উড়বে তেরঙ্গা
CPIM: সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব রাখেন বলে সূত্রের খবর। এবং তাঁর সেই প্রস্তাব গ্রহণও করা হয়েছে।
প্রদীপ্তকান্তি ঘোষ: ‘বিজেমূল তত্ত্ব’ ভুল ছিল বলে আগেই জানিয়েছে সিপিএম (CPIM)। তবে বিজেপি বিরোধিতায় এবার তাদের স্ট্র্যাটেজি বদলে রীতি বদলের পথে বামেরা। এই প্রথমবার স্বাধীনতা দিবস উপলক্ষে আলিমুদ্দিনে উড়বে জাতীয় পতাকা।
এই প্রথমবার ১৫ আগস্টে অলিমুদ্দিনে দেখা হতে পারে জাতীয় পতাকা উত্তোলন। রবিবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির আলোচনার শেষ দিনে এমনই প্রস্তাব গৃহিত হয়েছে বলে খবর। এ রাজ্য থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব রাখেন বলে সূত্রের খবর। এবং তাঁর সেই প্রস্তাব গ্রহণও করা হয়েছে।
তিনদিন ব্যাপী সেন্ট্রাল কমিটির ভার্চুয়াল বৈঠকে রাজ্য সিপিএমের পক্ষ থেকে এই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব পেশ করেন সুজন চক্রবর্তী। তাঁর এই প্রস্তাবে সেন্ট্রাল কমিটি অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে। ফলত সিপিএমের রাজ্য মিটির সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ১৫ আগস্ট মুজফফর আহমেদ ভবনে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সেখানে পতাকা উত্তোলন করা হবে। যা আলিমুদ্দিনের ইতিহাসে এই প্রথম।
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সুজন চক্রবর্তীদের ব্যাখ্যা, জাতীয়তাবাদ বা দেশাত্ববোধ পুঁজি করে দেশের জনমানসে যে ভাবে প্রভাব ফেলেছে বিজেপি, তারই কাউন্টার হিসাবে বামেরাও এবার চ্যালেঞ্জ জানাবে। যার পরিপ্রেক্ষিতে এবার স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে উড়বে তেরঙ্গা।
এদিকে এদিনের সিপিএমের সেন্ট্রাল কমিটির ভার্চুয়াল বৈঠকে বিজেপিকে রুখতে গণতান্ত্রিক এবং অবিজেপি শক্তির পাশে দাঁড়ানোর পক্ষে সওয়াল করে ত্রিপুরা সিপিএম। সেক্ষেত্রে তৃণমূলকে অচ্ছুৎ মনে করার কারণ নেই বলে মত তাঁদের। অন্যদিকে বেশিরভাগ রাজ্য কমিটি কেরলে পার্টি কংগ্রেস করার পক্ষে কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাব রাখে। সেই প্রস্তাবেও অনুমোদন মিলেছে বলে খবর। তবে কোভিড আবহে কীভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে, তা-নিয়ে এবার কেরল রাজ্য কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কেরলের কান্নুরে এপ্রিল মাসে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। রাজনৈতিক কারবারিদের অনেকের মতে, বিজেপিকে রুখতে জাতীয় স্তরে যে স্ট্র্যাটেজি, সেটা ত্রিপুরার ক্ষেত্রে প্রয়োগের পথেই হাঁটতে চান মানিকবাবুরা। তা স্পষ্ট কেন্দ্রীয় কমিটিতে এই অবস্থানের মধ্যে দিয়ে।
এদিকে আলিমুদ্দিনের এই জাতীয় পতাকা উত্তোলনের খবর প্রকাশ্যে আসার পর কটাক্ষ ছুড়ে দিয়েছে বঙ্গ বিজেপি। এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক থেকে মন্তব্য করেন, “আলিমুদ্দিনের ছাদে জাতীয় পতাকার সঙ্গে একটা তৃণমূলের পতাকাও দেখা যেতে পারে। কত তাড়াতাড়ি তৃণমূলের কোলে যোগ দেওয়া যায় সেই চেষ্টা করছে সিপিএম।” তবে জাতীয় পতাকা তোলা হলে সেটা ভাল বলে মন্তব্য করেন বিজেপি নেতা। আরও পড়ুন: মমতা বিদ্যুৎ বিল বিরোধিতায় ‘কুমিরের কান্না’ কাঁদছেন, টুইটে কটাক্ষ শুভেন্দুর