কলকাতা: ‘পলিটিক্যাল ট্যুরিজম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাগাতে এসেছি’, বাংলায় নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে এসে বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শহরে পা রেখেই মাহেশ্বরী ভবনে আশ্রয় নেওয়া ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বাংলায় লোকসভা নির্বাচন পরবর্তী অশান্তির বাস্তব চিত্র খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছেন জে পি নাড্ডা। কমিটিতে রয়েছেন বিপ্লব দেব, রবিশংকর প্রসাদ, ব্রিজ লাল ও কবিতা পাতিদার। কলকাতা বিমানবন্দর থেকেই সোজা তাঁরা চলে যান মাহেশ্বরী ভবনে। পদ্ম শিবিরের কেন্দ্রীয় টিমের সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও।
ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কী পরিস্থিতি রয়েছে বাংলায়, তা বোঝার চেষ্টা করেন তাঁরা। রবিশংকর প্রসাদ জানালেন, ঘরছাড়াদের নিরাপত্তা দিয়ে ঘরে ফেরানোর জন্য দলের লিগাল সেলকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলা হবে। এর আগেও বাংলায় বিভিন্ন সময়ে বিজেপির তরফে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। তা নিয়ে রাজ্যের শাসক শিবির বিভিন্ন কটাক্ষও করেছে। এবারও তার অন্যথা হয়নি। তৃণমূলের এই নাগাড়ে খোঁচার এবার পাল্টা দিলেন বিপ্লব দেব। তিনি বলেন, ‘আমরা পলিটিক্যাল ট্যুরিজমের জন্য আসিনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জাগানোর জন্য এসেছি। বিগত ১২-১৩ বছর ধরে তাঁর ঘুমই ভাঙছে না।’
বিপ্লব দেবের বক্তব্য, বিজেপির লিগাল সেল ঘরছাড়াদের পাশে থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। বাংলার শাসক শিবিরকে বিঁধে তিনি বলেন, রাজ্য সরকার যদি আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ঠিকঠাক পালন করে, তাহলে দিল্লি থেকে বিজেপির প্রতিনিধি দলকে বাংলায় আসার দরকার হবে না।