কলকাতা: পদ্ম থেকে ঘাসফুল, সবারই নজর যেন কাস্তে-হাতুড়ির দিকে। ‘সাত শতাংশের’ দলের ভোট ব্যাঙ্কের কী মহিমা, তা নির্বাচন এগিয়ে আসতেই ক্রমশ টের পাওয়া যাচ্ছে। একদিকে বিজেপি (BJP) নেতারা সরাসরি বামপন্থীদের (CPIM) পদ্ম প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে, তৃণমূলের (TMC) পক্ষ থেকেও ইনিয়ে-বিনিয়ে একই ধরনের আবেদন জানাচ্ছেন নেতা-নেত্রীরা।
এই সবের মাঝে এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি টুইট সাড়া ফেলেছে বঙ্গ রাজনীতিতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস উপলক্ষে তিনি শ্রদ্ধার্ঘ জানিয়েছেন। যেই টুইট নতুন করে জল্পনার জন্ম দিয়েছে, রামে থেকেই কি তিনি বামেদেরও কাছে টানতে চাইছেন? প্রসঙ্গত, শনিবারই চন্দ্রকোনার একটি সভা থেকে শুভেন্দুকে বলতে শোনা যায়, “লাল ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটছেন হাঁটুন। তবে ভোটটা পদ্মফুলেই দেবেন। না হলে আবার ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে লড়তে পারবেন না।”
My humble tributes to the former Chief Minister of West Bengal, Shri Jyoti Basu Ji, on his Death Anniversary… pic.twitter.com/m3sG1usTrl
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 17, 2021
আরও পড়ুন: এবার কি হিন্দু ভোটে কোপ! ‘জয় বাংলা’ ডাক দিয়ে সেনার বঙ্গে পা
একই চেষ্টা অবশ্য কম করছে না তৃণমূলও। দলের সুপ্রিমো মমতা একাধিকবার ‘ভাল বাম’ ও ‘খারাপ বামের’ তুলনা টেনেছেন। দমদমের সাংসদ সৌগত রায় (Sougata Roy) এদিন বারাকপুরের একটি সভা থেকে বলেছেন, “যারা কংগ্রেস করছেন করুন, যারা সিপিএম করছেন করুন। মন দিয়ে করুন। কিন্তু যদি তৃণমূল বিরোধী ভোট করেন তবে বিজেপির হাত শক্ত হবে। সাম্প্রদায়িকতা বিরোধীরা তৃণমূলকে সমর্থন করুন।” ফলে একটা বিষয় দিনের আলোর মতোই স্পষ্ট। আসন্ন বিধানসভা নির্বাচনে বামপন্থীদের ভোট কোনদিকে যাচ্ছে, তা অনেকটাই ফলাফল নির্ধারনে ভূমিকা নেবে। এবং সেই ভোট নিজেদের দিকে টানার কোনও খামতি রাখছে না তৃণমূল-বিজেপি উভয় শিবির।
আরও পড়ুন: বালাকোট এয়ার স্ট্রাইকের কথা তিন দিন আগেই জানতেন অর্ণব গোস্বামী!