AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Bengal: ৪৮ ঘণ্টার মধ্যে একে একে হাজির দিলীপ, শমীক, সুকান্ত, কী হচ্ছে দিল্লিতে!

BJP Bengal: বিজেপির একটি সূত্রের দাবি, আবারও কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। এও শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোনও পড়শি রাজ্যে দলীয় কাজের সঙ্গে যুক্ত করা হবে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতিকে।

BJP Bengal: ৪৮ ঘণ্টার মধ্যে একে একে হাজির দিলীপ, শমীক, সুকান্ত, কী হচ্ছে দিল্লিতে!
| Edited By: | Updated on: Jul 10, 2025 | 5:58 PM
Share

কলকাতা: দিল্লিতে একে একে গিয়ে পৌঁছলেন বঙ্গ বিজেপির নবম, দশম ও একাদশ সভাপতি। পরপর হাজির দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। বুধবার সকালেই দিল্লি গিয়েছেন দিলীপ। তিনি জানিয়েছেন, যাওয়ার টিকিট কাটলেও ফেরার টিকিট কাটেননি তিনি। তাঁর পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লি গেলেন বর্তমান তথা একাদশ সভাপতি শমীক ভট্টাচার্য। আর বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছবেন দশম সভাপতি সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ।

বিজেপির একটি সূত্রের দাবি, আবারও কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। এও শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোনও পড়শি রাজ্যে দলীয় কাজের সঙ্গে যুক্ত করা হবে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতিকে। সেই কাজের সুবাদে রাজ্য সংগঠনে অনেকটা উপদেষ্টার মতো কাজও করতে পারেন দিলীপ।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন বঙ্গ বিজেপির সভাপতি। সূত্রের খবর, এখনও বঙ্গ বিজেপির নতুন কমিটি গঠন হয়নি। সেই কমিটি গঠন নিয়ে দিল্লি সফরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হতে পারে শমীকের।

এই আবহের মধ্যেই আবার বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছবেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তের ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে, প্রশাসনিক কাজকর্ম রয়েছে বলেই দিল্লি গিয়েছেন তিনি। গেরুয়া শিবিরের একাংশ বলছে, প্রয়োজন অনুসারে দলে কাকে কীভাবে কাজে লাগানো হবে, কোন নেতাকে কোন কমিটিতে নেওয়া হবে, সেই বিষয়ে দিল্লিতে থাকা তিন বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে নিতে পারেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।