‘বিরোধীদের কথা বলার অধিকার নেই’, বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট বিজেপির

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 08, 2021 | 3:42 PM

ভুয়ো ভ্যাকসিন নিয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। কিন্তু, অধ্যক্ষ তা খারিজ করে দেন।

বিরোধীদের কথা বলার অধিকার নেই, বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট বিজেপির
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন, দুই বিষয় নিয়েই বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। বৃহস্পতিবার সেই দুই প্রস্তাবই খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর তার জেরে বিএ কমিটির বৈঠক বয়কট করছে বিজেপি। বিধানসভার কর্মসূচী ঠিক করার জন্য এই বৈঠক হবে। কিন্তু, এই বৈঠকে কোনও বিধায়ক থাকবে না বলে জানিয়েছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, বিরোধীদের কন্ঠরোধ করছে তৃণমূল সরকার, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।

এ দিন অধিবেশনের শুরুতে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। ভুয়ো ভ্যাকসিন নিয়ে এই প্রস্তাব আনেন তাঁরা। কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। এর আগে ভোট পরবর্তী হিংসার প্রস্তাবও খারিজ হয়ে গিয়েছিল। এরপরই তাঁরা বিএ কমিটির বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেন। আজ, দুপুরেই রয়েছে সেই কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। বিধানসভার কার্যসূচী স্থির করার জন্য এই বৈঠক হওয়ার কথা ছিল। বিজেপি বিধায়কদের বক্তব্য, কথা বলারই যখন অধিকার নেই, তখন বৈঠকে থেকে কী হবে?

এ দিকে আজ, সরকারি প্রকল্প নিয়ে বিধানসভায় প্রশ্ন তোলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। পাশাপাশি রাজ্য রাজ্য বাজেট নিয়ে সমালোচনা করেন তিনি। তাঁর মতে, রাজ্য বাজেটে বিভ্রান্তি রয়েছে। তাঁর দাবি, সরকারি প্রকল্পগুলিতে দুর্নীতি হচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের সুবিধা কারা পেয়েছেন, সেই তালিকা প্রকাশ করতেও বলেছেন তিনি। তাঁর কথায়, ‘মানুষ শুধুমাত্র ত্রাণ চান না। চান পরিত্রাণ।’

আরও পড়ুন: বাম শূন্য বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিন পালন! মুখ রক্ষায় ভরসা সেই নওসাদই

আজকের বিধানসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখেন বিজেপি বিধায়িকা শ্রীমতি শ্রীরূপা মিত্র চৌধুরীও। তিনি বলেন, ‘শিল্পের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। চাকরির ক্ষেত্রে নিশ্চয়তার অভাব রয়েছে এবং রাজ্যে নিয়োগের অভাব রয়েছে।’ তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গ দৈনিক মজুরি আইন অনুযায়ী একজন অদক্ষ শ্রমিকের থেকে কম মজুরি পান রাজ্যের আইসিডিএস, আশাকর্মী এবং প্যারা টিচাররা।

Next Article