বাম শূন্য বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিন পালন! মুখ রক্ষায় ভরসা সেই নওসাদই

প্রদীপ্তকান্তি ঘোষ, কলকাতা: বাম শূন্য বিধানসভায় এবার জ্যোতি বসুর (Jyoti Basu) জন্মদিন পালন। চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের হাতে আঁকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৈলচিত্রে মাল্যদান করবেন স্পিকার-সহ বিভিন্ন দলের বিধায়করা। তবে ট্র্যাজেডি এটাই যে দলের প্রতীকে জয়ী হয়ে টানা ২৩ বছরের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলে রেকর্ড গড়েছিলেন জ্যোতিবাবু। কিন্তু সেই দলেরই এক জন বিধায়কও বিধানসভার (West Bengal Assembly) আজকের […]

বাম শূন্য বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিন পালন! মুখ রক্ষায় ভরসা সেই নওসাদই
বিধানসভায় জ্যোতি বসুর জন্মদিন পালন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 2:53 PM

প্রদীপ্তকান্তি ঘোষ, কলকাতা: বাম শূন্য বিধানসভায় এবার জ্যোতি বসুর (Jyoti Basu) জন্মদিন পালন। চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের হাতে আঁকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৈলচিত্রে মাল্যদান করবেন স্পিকার-সহ বিভিন্ন দলের বিধায়করা। তবে ট্র্যাজেডি এটাই যে দলের প্রতীকে জয়ী হয়ে টানা ২৩ বছরের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলে রেকর্ড গড়েছিলেন জ্যোতিবাবু। কিন্তু সেই দলেরই এক জন বিধায়কও বিধানসভার (West Bengal Assembly) আজকের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না।

একুশের নির্বাচনে বামেদের কার্যত ভরাডুবির পর বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। রাজ্যে ৩৪ টা বছর শাসন করেছিলেন বামেরা। লাল দূর্গে ফাটল ধরিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই একুশের নির্বাচনে বামেদের এহেন পরাজয় মেনে নিতে পারেননি। বলেছিলেন, বিধানসভায় একেবারে শূন্য হয়ে যাবেন বামেরা, তা কখনও ভাবেননি তিনি। সপ্তদশ বিধানসভায় বামেরা একেবারে শূন্য হয়ে গিয়েছে।

তরুণ বাম নেতারা স্বপ্ন দেখছেন, শূন্য থেকেই শুরু করার। রক্ষণশীলতার বেড়ি নয়, পক্ককেশীদের গুরুগম্ভীর ভাষণ নয়, জেন ওয়াইয়ের নজর কাড়তে আধুনিক নাচ-গান, অর্ক মুখোপাধ্যায়ের ফ্ল্যাশ মব-এর গান, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে সায় দিয়েছিলেন নেতৃত্ব। টুম্পার সোনার প্যারোডি নিয়েই অভিনব কায়দায় প্রচারে নেমেছিল বামেদের ‘নেক্সট জেন’। তবে তার ফল কিন্তু ফলাফলে সেভাবে চোখে পড়ল না। প্রশ্ন উঠেছিল, তবে কি তরুণ তুর্কির কিয়দংশ এখনও গড্ডালিকা প্রবাহে গা ভাসাননি? আজ বাম শূন্য বিধানসভায়।

তাই বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিন পালনে অংশ নিতে পারছেন না বামেরাই। তবে বামেদের সঙ্গে একুশের নির্বাচনে আগে জোট হওয়া আইএসএফের প্রতিনিধি নওসাদ সিদ্দিকি এই কর্মসূচিতে অংশ নেবেন। তিনি মাল্যদান করবেন। নওসাদও অবশ্য দাবি করেছেন বারংবার, তিনি সংযুক্ত মোর্চার প্রতিনিধি, আইএসএফের নন। বিশ্লেষকরা বলছেন, আপাতত শিবরাত্রির সলতের মতো এই অবস্থানকে মেনে নিয়ে চলতে হবে বামেদের।

আরও পড়ুন: ‘চিকেন নেকের’ নিরাপত্তা সুনিশ্চিতই প্রধান লক্ষ্য শাহর ডেপুটির!

তবে গোটা রাজ্য জুড়েই বামেরা জ্যোতিবাবুর জন্মদিন পালন করছেন। আজকে বিধায়ক হিসাবে না হলেও, দলীয় নেতৃত্ব হিসাবে বিধানসভায় বাম নেতারা আসবেন কিনা, তা সময় বলবে। সিপিএম নেতারা এ বিষয়ে বুধবারই জানিয়েছিলেন, যে তাঁরা বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন। এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি। বিধানসভা বাজেট নিয়ে ৩ ঘণ্টার আলোচনা রয়েছে। তারপর জ্যোতি বসু তৈলচিত্রে মাল্যদান কর্মসূচি রয়েছে।