Bhabanipur Bypoll Results 2021: ‘তৃণমূলের প্রার্থী নয়, আমার লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে’, ফলপ্রকাশের আগে মন্তব্য প্রিয়াঙ্কার

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Oct 03, 2021 | 7:28 AM

Priyanka Tibrewal: ভোটের ফল প্রকাশের আগে প্রিয়াঙ্কা বললেন, "পরীক্ষা ভাল দিলেও ৫০ করে কেটে দিলে আপনি কতটা আশাবাদী থাকবেন?''

Bhabanipur Bypoll Results 2021: তৃণমূলের প্রার্থী নয়, আমার লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে, ফলপ্রকাশের আগে মন্তব্য প্রিয়াঙ্কার
ভোটের ফলপ্রকাশের আগেে মন্তব্য প্রিয়াঙ্কার। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: ‘ভোটে লড়েছি। কিন্তু ভোটে লড়া শুধু কোনও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নয়, আমার লড়াই সিস্টেমের বিরুদ্ধে। প্রতিটা মিশেনারির বিরুদ্ধে।’ ভবানীপুরে উপনির্বাচনের (Bhabanipur By Poll Results) ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী (BJP Candidate) প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)।

এদিন ভোটের ফলপ্রকাশের ঠিক আগে গণনাকেন্দ্রে পৌঁছে যান প্রিয়াঙ্কা। টিভি নাইন বাংলাকে তিনি বলেন, “আমি প্রথম থেকে বলেছিলাম সাহস নিয়ে লড়ব। লড়েছি। আপনারা সবাই দেখেছেন ভোটের দিন যা চারদিকে এরা (তৃণমূল) করেছে। কিন্তু মাই ফাইট ইজ় নট এগেনস্ট আ ক্যান্ডিডেট অফ টিএমসি। মাই ফাইট ইজ় এগেনস্ট দ্য এন্টায়ার সিস্টেম। এরা সমস্ত মেশিনারি ইউজ় করেছে, পুলিশ ইউজ় করেছে, পোলিং এজেন্ট ইউজ করেছে, সরকার তার এজেন্সি ইউজ় করেছে।”

এর পর তিনি বলেন, “ভুয়ো ভোটারকে ধরেছিলাম আমি। টিএমসি-র ভাইস প্রেসিডেন্টকে আমি ধরেছিলাম। মিডিয়ার সামনে দিয়ে ওঁকে বের করে নিয়ে যাচ্ছিল। সেটা তো ভূত ছিল না। টিএমসি চুরি করেছিল। আমি ধরেছিলাম।”

কিন্তু কোন ওয়ার্ডে এগিয়ে থাকবেন বলে মনে করছেন? উত্তরে প্রিয়াঙ্কার সটান জবাব, “কনফিডেন্স তখন থাকে যখন পরীক্ষা দিয়ে মনে হয় পরীক্ষক ঠিক করে খাতা দেখবেন। এখানে পরীক্ষা অবশ্য আমি ঠিক করে দিয়েছি। কিন্তু যারা চেক করবে, তারাই তো সরকারি এজেন্সিস। তারা তো পুরোদমে চিটিং করেছে। কারণ, মুখ্যমন্ত্রী নাহলে হেরে যাবেন।”

নিরাপত্তা নিয়ে তিনি বলেন, নিজের নিরাপত্তা নিয়ে কারও ওপর তিনি নির্ভর করছেন না তিনি। বরং তাঁদের দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে ভাবিত। কিন্তু পুলিশের ওপরে তাঁর কোনও ভরসা নেই বলে কলকাতা হাইকোর্টে চিঠি দিয়ে আবেদন করেছেন তিনি বলে জানান তিনি।

প্রসঙ্গত, ৩ তারিখ ভোট গণনার আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লিখে হিংসার আশঙ্কা প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, একুশের ভোটের পর রাজ্যের নানা জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। ৩ তারিখ ফল প্রকাশের পর যেন তেমনটা না ঘটে, তার প্রস্তুতি নিতে প্রশাসনকে কার্যকরী নিতে আবেদন জানান তিনি। এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল এবং সংশ্লিষ্ট থানার ওসিদের। সেই চিঠিতে ভবানীপুরের বিজেপি প্রার্থী লিখেছেন, গত ২ মে ভোটের ফল প্রকাশের পর অভূতপূর্ব হিংসার সাক্ষী থেকেছে বাংলা। অহিংসার স্থল এই বাংলার খারাপ ছবি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

এখন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ভোটের ফল প্রকাশের আগে প্রিয়াঙ্কা বললেন, “পরীক্ষা ভাল দিলেও ৫০ করে কেটে দিলে আপনি কতটা আশাবাদী থাকবেন?”

আরও পড়ুন: Bhabanipur Bypoll Results 2021: ফল বেরলেই হিংসার আশঙ্কা! কলকাতা হাইকোর্টে বিশেষ আবেদন প্রিয়াঙ্কার 

Next Article