BJP attacks Mamata Banerjee: তৃণমূলের বড়সড় ধাক্কার পর ‘মমতার সাম্প্রদায়িক রাজনীতি’ নিয়ে সরব বিজেপি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 24, 2021 | 9:07 PM

BJP attacks Mamata Banerjee: গোয়ার প্রাক্তন বিধায়ক সহ পাঁচ জন একসঙ্গে তৃণমূল ছেড়েছেন। তাঁদের অভিযোগ, গোয়াবাসীর মধ্যে ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করা হচ্ছে।

BJP attacks Mamata Banerjee: তৃণমূলের বড়সড় ধাক্কার পর মমতার সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে সরব বিজেপি
সুকান্তকে ফোন মমতার

Follow Us

কলকাতা : শুরুতেই ধাক্কা খেয়েছে তৃণমূল। সৈকত শহর গোয়ায় যখন একটু একটু করে মাথা তুলতে শুরু করেছে ঘাসফুল, তখনই ধাক্কা। তিন মাসে আগে যোগ দেওয়া একদল নেতা কিছু বিস্ফোরক অভিযোগ এনে তৃণমূল ছেড়েছেন। তৃণমূল সুপ্রিমো সাম্প্রদায়িক রাজনীতি করছেন বলে অভিযোগ জানিয়ে দল ছেড়েছেন গোয়ার প্রাক্তন বিধায়ক সহ পাঁচ জন। এরপরই মমতার বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ করেছে বিজেপি।

গোয়া বিজেপির তরফে টুইটে মমতাকে কটাক্ষ করে বলা হয়, গোয়ার মানুষ মমতাকে শিক্ষা দেবে। ওই পাঁচ নেতা মমতাকে যে চিঠি পাঠিয়ে দল ছেড়েছেন, সেই চিঠি টুইট করে গোয়া বিজেপির তরফে দাবি করা হয়েছে, তৃণমূল স্কিমের নাম করে গোয়াবাসীকে বোকা বানানোর চেষ্টা করছে। উল্লেখ্য, তৃণমূল ঘোষণা করেছে গোয়ায় ক্ষমতায় এলে তারা গৃহলক্ষ্মী নামে একটি স্কিম আনবে, যাতে মহিলাদের মাসে পাঁচ হাজার করে দেওয়া হবে।

একই ইস্যুতে সরব বঙ্গ বিজেপিও। টুইটে বিজেপির দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গকে অপদস্থ করছে। একদিকে তাঁর সাম্প্রদায়িক রাজনীতির কথা গোটা বিশ্ব জেনে গিয়েছে। সেই সঙ্গে তাঁর অপশাসনও প্রকাশ্যে এসেছে। ত্রিপুরার পর এবার গোয়া, সবাই তৃণমূলকে প্রত্যাখ্যান করবে।’

শুক্রবার তৃণমূল ছেড়েছেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার। তাঁর দাবি, গোয়াকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে তৃণমূল। তাঁর সঙ্গে তৃণমূল ছেড়েছেন আরও চার জন। মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টির (MGP) বিধায়ক ছিলেন এই মামলেদার। তিন মাস আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে এ দিন দল ছেড়েছেন রাম মান্দ্রেকর, কিশোর পারওয়ার, কোমল পারওয়ার ও সুজয় মালিক।

একদিকে যখন তৃণমূল গোয়ায় সংগঠন মজবুত করতে চাইছে, তারই মধ্যে এই দলত্যাগ বড়সড় ধাক্কা ঘাসফুল শিবিরের কাছে। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই প্রাক্তন বিধায়ক। তাঁর দাবি, ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। মমতাকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘গোয়াবাসীর মধ্যে ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করা হচ্ছে। এমজিপির দিকে হিন্দু ভোট ও তৃণমূল কংগ্রেসের গিকে খ্রিস্টান ভোট টানার চেষ্টা চলছে। তৃণমূল একটি সাম্প্রদায়িক দল।’

বিধায়কের আরও দাবি, যে দল গোয়ার মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেই দলে থাকতে চান না তাঁরা। তিনি চান না কোনও দল গোয়ার নিরপেক্ষতার ওপর আঘাত হানুক। প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিওর সঙ্গে যে ১০ জন একেবারে শুরুতে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তার মধ্যে মামলেদার অন্যতম।

আরও পড়ুন : Darjeeling SP: ‘বব বিশ্বাস দেখুন’, অপরাধী ধরতে বলিউডি কায়দা রপ্ত করার পরামর্শ দার্জিলিংয়ের পুলিশ সুপারের

Next Article