কলকাতা : মঙ্গলবার বিজেপির বিক্ষুব্ধ নেতা জয়প্রকাশ মজুমদার যোগ দিয়েছেন তৃণমূলে। এদিন নজরুল মঞ্চে তৃণমূলের রাজ্য সমিতির বৈঠক ছিল। সেখানেই তৃণমূলের পতাকা হাতে যোগ দিলেন তৃণমূলে। সম্প্রতি মমতা প্রসঙ্গে তাঁর নরম সুর শুনে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। আজ সেই জল্পনার অবসান ঘটল। তৃণমূলে যোগ দিয়েই রাজ্য সহ সভাপতির পদ পেলেন জয়প্রকাশ মজুমদার। গত কয়েক মাস ধরে বিজেপির রাজ্য় সমিতিতে পদ বণ্টন ঘিরে বিরোধ বেধেছিল কিছু বিজেপি নেতার মধ্যে। সেই তালিকায় নাম ছিল জয়প্রকাশ মজুমদারেরও। বিজেপি থেকে বহিষ্কৃত প্রবীণ নেতা আজ ফুল বদল করলেন। তাঁর এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন বিজেপির একাধিক নেতা। লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “তিনি ব্যক্তিগত কার্যসিদ্ধির জন্য গিয়েছেন।” তিনি জয়প্রকাশের এই সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। তিনি এই পদক্ষেপকে সমর্থন করেন না বলে জানিয়েছেন।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “কেউ যদি ভাবে দলের মধ্যে আমার কোনও পদ নেই মানে আমার কোনও কাজ নেই এবং আগামিদিনে কোনও কাজ হবে না, তা ঠিক নয়। আমি মনে করি যাঁরা দলের কথা ভাববেন তাঁরা দল থেকে যাবেন না।” তিনি আরও বলেছেন, “যাঁরা দুর্দিনে দলের পাশে থাকে সুদিনে তাঁরাই দলের সৈনিক। কিন্তু তিনি নিজস্ব কিছু লক্ষ্য তৈরি করেছিলেন। তাই তিনি গিয়েছেন।”
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “কালকে আমরা সবাই গিয়েছিলাম। আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম।” লকেট জানিয়েছেন, “তাঁকে কিছুদিনের জন্য বহিষ্কার করা হয়েছে দল থেকে। দলের তরফে সাসপেনশন নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। কিন্তু তিনি যেন দলের মধ্যে থাকেন।” কিছুদিনের মধ্যে বৈঠক করে সবকিছু ঠিক করে নেওয়ার কথা জানিয়েছেন। প্রসঙ্গত, গতকালই লকেট চট্টোপাধ্যায় দেখা করেছিলেন জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তিওয়ারিও। তাঁদের সঙ্গে তিনি বৈঠকও করেন। লকেট বলেছেন, “জয়প্রকাশ মজুমদার কখনও বলতে পারবেন না তাঁর সঙ্গে কেউ কথা বলেনি। আমরা সকলের সঙ্গে কথা বলেছি।”
জয়প্রকাশের দলত্যাগ নিয়ে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি বলেছেন, “এর আগে অনেকেই গিয়েছেন তৃণমূল, উনিও গেছেন। নিজে যেটা ঠিক মনে করেছেন সেই সিদ্ধান্তই নিয়েছেন। আমার বিশেষ কিছু বলার নেই।’ সোমবারই লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন জয়প্রকাশ মজুমদারে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তিওয়ারিও। এরপর আজ হঠাৎ দলবদল। এই প্রসঙ্গে দিলীপ বলেন, “লকেটের চ্যাটার্জীর সঙ্গে কী কথা হয়েছে জানিনা। ওঁর সঙ্গে কথা বলার পরেই চলে গেলেন। ওখানে নিশ্চই কোনও সুবিধা পাবেন। তাই গিয়েছেন।”
আরও পড়ুন : Mamata Banerjee meeting: ২৪-এ মোদী সরকারকে ফেলতে বিকল্প তৈরির ‘বীজমন্ত্র’ দিলেন মমতা