কলকাতা: বাংলায় সাত দফার লোকসভা ভোট মোটের উপর শান্তিতেই মিটেছে। কিন্তু ভোটের রেজাল্টের পর থেকেই জেলায় জেলায় অশান্তি ও গোলমালের অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বিজেপির অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দলীয় কর্মী-সমর্থকরা ভোট পরবর্তী অশান্তির শিকার হচ্ছেন। প্রচুর কর্মী ও সমর্থক ঘরছাড়া বলেও দাবি বঙ্গ বিজেপির। এসবের মধ্যেই এবার বাংলার বাস্তব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চার সদস্যের টিম বানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রেস বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে এই চার সদস্যের প্রতিনিধি দল গঠনের কথা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই প্রতিনিধি দল তৈরি করেছেন। কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লবকুমার দেবকে। বাংলার বিভিন্ন প্রান্ত ঘুরে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখবেন বিজেপির এই চার সদস্যের প্রতিনিধি দল। গ্রাউন্ড জিরো থেকে ঘুরে গিয়ে তাঁরা দলের সর্বভারতীয় সভাপতির কাছে একটি রিপোর্ট জমা দেবেন।
প্রেস বিবৃতিতে বিজেপির তরফে দাবি করা হয়েছে, ভোটপর্ব গোটা দেশে শান্তিপূর্ণভাবেই হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কোনও অশান্তি ও গোলমালের অভিযোগ নেই। বাংলায় একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে অশান্তি ও হিংসার অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে বিজেপির তরফে। কলকাতা হাইকোর্ট সম্প্রতি যে নির্দেশ দিয়েছে ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার, সেই বিষয়টিও প্রেস বিবৃতিতে তুলে ধরেছে বিজেপি শিবির।