BJP Bengal: এরকম স্পিকার পৃথিবীতে কোথায় পাবেন! নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন বিজেপি বিধায়ক

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 14, 2022 | 7:43 PM

BJP Bengal: বিজেপি বিধায়কের দাবি, ভোটাভুটি নিয়ে তাঁদের আর কোনও অভিযোগ নেই, তবে, ভবিষ্যতে এমন ভুল কাম্য নয়।

BJP Bengal: এরকম স্পিকার পৃথিবীতে কোথায় পাবেন! নিজেকে ভাগ্যবান মনে করছেন বিজেপি বিধায়ক

Follow Us

কলকাতা: এবার বিধানসভার বিশেষ অধিবেশন শুরুই হয়েছে অশান্তির আবহে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ সাত বিধায়ক এখনও প্রবেশ করতে পারছেন না বিধানসভা কক্ষে। বিজেপির আনা প্রস্তাবও গ্রহণ করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে নয়া বিভ্রান্তি। বিজেপির ৫৫ কী ভাবে ৪০ হয়ে গেল, তা নিয়ে সোমবারই প্রশ্ন তোলে গেরুয়া শিবিরের বিধায়কেরা। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেই ভুল শিকার করার পরও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না বিধায়কেরা। তাঁকে পৃথিবীতে শ্রেষ্ঠ স্পিকার বলে মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।

সোমবার অধিবেশন চলাকালীন আচার্য বিল পেশ হয়। সেই বিল নিয়ে ভোটাভুটির দাবি তুলেছিল বিজেপি। তারপর ভোটাভুটিও হয় এবং অধ্যক্ষ যে ফলাফল ঘোষণা করেন, তাতে দেখা যায় ১৮২-৪০ ভোটে বিল পাশ হয়েছে। অর্থাৎ বিরোধীদের ভোট ৪০ টি। তখনই বিজেপি দাবি করতে শুরু করে, হিসেবে গণ্ডগোল হয়েছে। কারচুপি হয়েছে বলে দাবি করেন শুভেন্দু-সহ অনেকেই। পরে সন্ধ্যার পর এই ভোটের পুনর্গণনা করতে গিয়ে দেখা যায়, গণনায় ভুল হয়েছে। তারপর দেখা যায় ১৬৭-৫৫ তে এই বিল পাশ হয়েছে। অর্থাৎ বিরোধীদের ভোট ৫৫টি।

মঙ্গলবার অধিবেশনে ভুল স্বীকার করে নিয়েছেন স্পিকার। বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অশোখ লাহিড়ী বলেন, ‘এরকম স্পিকার পৃথিবীতে কোথায় পাবেন? উনি পৃথিবীর শ্রেষ্ঠ স্পিকার।’ তাঁর দাবি, সোমবার তাঁরা কষ্ট পেয়েছিলেন।

এ দিন তিনি বলেন, ‘কাল রাতে আমরা কাল খুব কষ্ট পেয়েছিলাম। ভাবছিলাম কী করে আমরা ৫৫ থেকে ৪০ হয়ে গেলাম। আজ সকালে আবার যৎপরোনাস্তি উল্লসিত হয়েছি। জেনেছি আমরা ৫৫। তবে এটা খুব দুর্ভাগ্যজনক।’ তিনি জানান, স্পিকারের ওপর তাঁর অগাধ আস্থা আছে। তিনি মনে করেন উনি সর্বশ্রেষ্ঠ স্পিকার। তাই এই বিষয়টা নিয়ে আর এগোতে চান না, শুধু বলতে চান, ভবিষ্যতে যেন এরকম ভুল আর না হয়। পাশাপাশি তিনি বলেন, ‘অনেকে বলছেন ষড়যন্ত্র। কিন্তু ওঁরা যে কোনও ষড়যন্ত্র করতে পারেন, সেটা আমরা ভাবতেই পারি না। এই ঘটনার পিছনে কারণ দুটো হতে পারে, অবহেলা, নয়ত অযোগ্যতা।’

সব শেষে কটাক্ষ মিশ্রিত সুরে তিনি বলেন, ‘এত ভাল স্পিকার পৃথিবীতে কোথাও পাবেন না। আমরা যে ওনাকে পেয়েছি, এতে আমরা নিজেদের রীতিমত ভাগ্যবান মনে করি। আমরা জানি, ওনার নেতৃত্বে আর কোনও ভুল  হবে না।’

Next Article