কলকাতা: অশান্তি থামার কোনও লক্ষণই যেন দেখতে পাওয়া যাচ্ছে না। নতুন করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজ্যের একাধিক প্রান্তে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এদিকে বিজেপি মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার কলকাতার বুকে ফের বড় প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। আয়োজকের ভূমিকায় বাংলায় প্রতিবাদের প্রথমসারিতে থাকা একটি সংগঠন। দুপুর ১টা থেকে রাসমণি অ্যাভিনিউতে ওই সভা চলে। যার জেরে এদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে তিলোত্তমার রাজপথ। ব্যাপক যানজটও তৈরি হয়। এবার এই প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে জল গড়াল কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court)।
এদিন আন্দোলনকারীদের কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুস্মিতা সাহা। এদিন তিনি আদালতে জানান, প্রায় ১ লক্ষ লোক নিয়ে মিছিল হচ্ছে। ওই মিছিল থেকে উস্কানিমূলক মন্তব্যও করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকী পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। মিছিল থেকে যদি নতুন করে ‘অশান্তি’ ছড়ায় তার দায় কে নেবে? এ প্রশ্নও এদিন তিনি রাজ্যের সর্বোচ্চ আদালতে করেন। একইসঙ্গে মিছিলে কোভিড প্রোটোকলও মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে বিষয়টি শুনে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যেকে বিষয়টি নজরে রাখতে বলছেন। অশান্তির আবহে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে নতুন করে চাপান-উতর তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।
প্রসঙ্গত, এর আগেও আইনজীবী সুস্মিতা সাহা। পার্ক সার্কাস, হাওড়ার অশান্তির খবর তুলে ধরতে দেখা গিয়েছিল তাঁকে। পাঁচলা, উলুবেড়িয়ার ছবিও জমা দেন। এবার রাণী রাসমণির জমায়েত নিয়ে তিনি সরব হওয়াতে তা নিয়েও চলছে জোরদার চর্চা। প্রসঙ্গত, এদিনের সভায় প্রায় ৪০ থেকে ৪৫ হাজার প্রতিবাদকারীদের জমায়েত দেখা যায়। টিপু সুলতান মসজিদের সামনে প্রথমে জমায়েত হলে পরবর্তীতে মিছিল করে প্রতিবাদীরা রাণী রাসমণি অ্য়াভিনিউতে আসে। সেখানেও দীর্ঘক্ষণ চলে সভা। যার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মধ্য কলকাতার একাধিক ব্যস্ত এলাকা।