কলকাতা: ‘প্রত্যেকটা সভায় গিয়ে তো বলেছিলেন, বিজেপির সঙ্গে কমিশনের সেটিং আছে। সেই সব বক্তব্যের এবার কী হবে?’ ভবানীপুর কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ভোট উপ নির্বাচন ঘোষণা হওয়াই একথাই প্রমাণিত হল যে তৃণমূল কোনও দল নয়, আসলে একটা কোম্পানি। এ রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন ভবানীপুরের ভোটের দিন ঘোষণা করার পর কমিশন প্রভাবিত হয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার কমিশনের বিরুদ্ধে ভোটের আগে ঘাসফুল শিবির যে অভিযোগ তুলেছিল, সে কথা মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
শনিবার তিনি ভবানীপুরে উপ নির্বাচন ও রাজ্যের আরও দু্ই কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কেন শুধুমাত্র ভবানীপুরের উপ নির্বাচন ঘোষণা করা হল, তা নিয়েই প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। আগামী ৩০ সেপ্টেম্বর ভোট হবে ভবানীপুরে। পাশাপাশি, সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট হবে ওই দিন। বাকি কেন্দ্রগুলির উপ নির্বাচনের দিন এখনও ঘোষণা করা হয়নি। এই তিন কেন্দ্রে গণনা হবে ৩ অক্টোবর।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘তৃণমূল একটা কোম্পানিতে পরিণত হয়েছে। এ দিন প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন,’আজ সেটাই প্রমাণ হয়ে গেল যে তৃণমূল একটা কোম্পানি।’ তাঁর দাবি, ‘মমতা না জিতলে কেন সাংবিধানিক সংকট তৈরি হবে? বাকি বিধায়কদের কেউ তার মানে মুখ্যমন্ত্রী হতে পারবেন না।’ পাশাপাশি, মুখ্যসচিব কেন উপ নির্বাচনের আর্জি জানিয়ে কমিশনকে চিঠি দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। নন্দীগ্রামে মমতার প্রতিপক্ষ হিসেবে লড়াই করা শুভেন্দু বলেন, ‘মুখ্যসচিব দলের কেউ নয়। তিনি এই চিঠি লিখতে পারেন না। তাঁকে দিয়ে এই চিঠি লেখানো হয়েছে।’
তবে রাজ্যে যে ভোটের পরিবেশ নেই, সে কথাও এ দিন উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। কোনও পরিবেশ সরকার রাখেনি।’ বিরোধীদের রাজনৈতিক সমাবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ভোটের আগে বিজেপির সঙ্গে কমিশনের যোগসাজশের অভিযোগ বারবার তুলেছিল তৃণমূল। তৃণমূল সুপ্রিমোও একাধিক সভায় সে কথা বলেছেন। তাই আজ সেই বক্তব্যের কথা মনে করিয়েই কটাক্ষ করেন শুভেন্দু।
তবে দিলীপ ঘোষ একেবারে সরাসরি কমিশন প্রভাবিত হয়েছে বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, উপ নির্বাচন যখন হচ্ছে, তখন সবকটি কেন্দ্রেই হওয়া প্রয়োজন ছিল। তিনি এ দিন জোর দিয়ে বলেন, ‘কমিশন অবশ্যই প্রভাবিত হয়েছে আমরা্ জানতে চাইব কেন এটা হয়েছে।’ আরও পড়ুন: ভোট বড় বালাই! ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হতেই উত্তরবঙ্গ সফর বাতিল মমতার