DA Protest: DA বাড়ানোর দাবি নিয়ে রাজভবনে শিক্ষক-সাংসদ জগন্নাথ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

Aritra Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 16, 2023 | 8:47 PM

Protest for DA: গত ১৪ তারিখ রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ চান।

DA Protest: DA বাড়ানোর দাবি নিয়ে রাজভবনে শিক্ষক-সাংসদ জগন্নাথ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি
জগন্নাথ সরকার

Follow Us

কলকাতা: রাজ্য বাজেটে তিন শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেও  কোনও লাভ হয়নি। বরং আন্দোলনের আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। ডিএ প্রাপকদের একটা বড় অংশ সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা এই ডিএ প্রত্যাখ্যান করছেন। বৃহস্পতিবার সেই আন্দোলনকারীরা রাজ্যপালের দ্বারস্থ হন। তাঁদের সঙ্গেই গিয়েছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই গিয়েছিলেন তিনি। তিনি নিজেও একজন শিক্ষক এবং ডিএ প্রাপক। সে কারণেই আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন বলে দাবি তাঁর।

DA আন্দোলনকারী অনশন মঞ্চ থেকে বারবার বলা হয়েছিল তারা অরাজনৈতিকভাবে এই অনশন করছেন। কিন্তু দেখা গেল বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের সাথে রাজভবনে এসেছিলেন DA মঞ্চের সদস্যরা। জগন্নাথ সরকার নিজেও একজন শিক্ষক এবং ডি এ প্রাপক, তাই তিনি এসেছেন এবং তার সাথেই ডিএ অনশন মঞ্চে তরফ থেকে চারজন সদস্য রাজ্যপালের সাথে দেখা করতে এসেছিলেন। কোন ভাবেই এটাকে যেন রাজনৈতিক রঙ না চড়ানো হয় সেই অনুরোধ করেছেন অনিরুদ্ধ ভট্টাচার্য ।

বকেয়া ডিএ-র দাবি গত কয়েকদিন ধরেই চলছে আন্দোলন। অনশন করছেন একদল সরকারি কর্মী। সেই মঞ্চের সদস্যদের সঙ্গেই এদিন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার রাজভবনে যান। মঞ্চের তরফে আন্দোলনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য অনুরোধ করেছেন, কোনও ভাবেই এটাতে যেন রাজনৈতিক রঙ না চড়ানো হয়।

গত ১৪ তারিখ রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ চান। আন্দোলনকারীদের দাবি, তাঁদের অনশন অমানবিক মনে হয়েছে রাজ্যপালের।

এদিন সাংসদ জানান, মূলত সরকারি কর্মী যাঁরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না, তাঁদের জন্য গিয়েছিলাম। এই বিষয় নিয়ে কেন্দ্রের কাছে যেন রাজ্যপাল রিপোর্ট পাঠান, সেটাই ছিল আর্জি। ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন আক্রমণ করেন সাংসদ।

Next Article